ফের উত্তাল বাংলাদেশ! এবার পথে নামছে বিএনপি! ইউনূসকে চাপে রাখতে এই মাসের মধ্যেই ভোটের দাবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : টালবাহানা নয়, দ্রুত ঘোষণা করতে হবে নির্বাচনের তারিখ। এবার নির্বাচন প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে আসরে নামছে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। হাসিনা যুগের পতনের পর থেকেই সেদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি নির্বাচনের দাবি জানিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

বাংলাদেশে (Bangladesh) নির্বাচন নিয়ে তোলপাড়

তবে এখনও ইউনূস (Mohammad Yunus) প্রশাসনের তরফে নির্বাচনের সময় নিয়ে স্পষ্ট উত্তর না মেলায়, এবার ‘ডেডলাইন’ বেঁধে দিল বিএনপি।বিএনপির অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করার আগে বারবার সংস্কারের অজুহাত দিচ্ছে। সংস্কারের অছিলায় আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্যে নির্বাচনের আয়োজন করছেন না মহম্মদ ইউনূস।

আরও পড়ুন : ‘ঘরবন্দি’ অনুব্রত মণ্ডল! রামনবমী পুজোয় উপস্থিত কাজল শেখ! তুলে নিলেন ধব্জা ও ত্রিশূল

এই পরিস্থিতিতেই ইউনূসকে পাল্টা চাপে ফেলতে রাজপথে নামতে চলেছে বিএনপি (BNP)। ওপার বাংলার একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দ্রুত নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার দাবিতে বাংলাদেশের (Bangladesh) প্রত্যেকটি জেলা ও শহরে আন্দোলন কর্মসূচির আয়োজন করছে বিএনপি। তবে আন্দোলনের আগে বিএনপি নেতৃত্ব একবার মুখোমুখি হতে চায় ইউনূসের।

আরও পড়ুন : ‘এই স্থানে হিন্দু ছাড়া প্রবেশ নিষেধ, পুরীর মত দিঘার মন্দিরের গেটে লিখে দেখান’, মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

বৈঠকে ইতিবাচক বার্তা না পেলে দেশজুড়ে পথে নামবে খালেদা জিয়ার দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি বাংলাদেশি সংবাদমাধ্যমকে জানান,  ‘‘প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে আমরা আলোচনা করব। শরিক দলগুলির সঙ্গেও বৈঠক হবে। তার পর জনগণের কাছে বার্তা পৌঁছে দেব।’’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আবার অন্তর্বর্তীসরকারকে সরাসরি নিশানা করে বলেছেন, ‘‘নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ না থাকা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অদক্ষতার পরিচয়। কারণ, কেবল নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক সঙ্কটের মোকাবিলা করা সম্ভব।’’ কিছুদিন আগেই চিন সফরে যাওয়ার পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূস জানিয়েছিলেন, “সংস্কার প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা চালাচ্ছি আমরা।”

Chaos by BNP in Bangladesh

তবে ইউনূসের এই আশ্বাসে বিন্দুমাত্র আশ্বস্ত হতে পারেনি বিএনপি নেতৃত্ব। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি তুলেছে খালেদা জিয়ার দল। ইউনূস সরকারকে রীতিমত হুঁশিয়ারির সুরে বিএনপি জানিয়েছে, সাধারণ নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করা হলে, দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলন শুরু করবে তারা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X