মাথাভাঙ্গাতেও অভিষেকের সভায় তুমুল বিশৃঙ্খলা! নিজেদের মধ্যে জামা ছেঁড়াছিঁড়ি করলেন তৃণমূলীরা

বাংলাহান্ট ডেস্ক : ফের বিশৃঙ্খলা তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে। এবার তৃণমূল কর্মীদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর টি-শার্ট বিলিকে কেন্দ্র করে। এমনকি বিতরণ হওয়া টি – শার্ট ছেঁড়াও হল। ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbehar) মাথাভাঙ্গায়। এদিন কোচবিহারের মাথাভাঙ্গায় সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের সভার পর কর্মীদের মধ্যে টি-শার্ট বিলি করা হচ্ছিল। সেই সময় সবাই টি-শার্ট নেওয়ার জন্য হুড়োহুড়ি করতে থাকেন। ছবিতে দেখা যায় একজনের টি-শার্ট ছিঁড়েও গেছে। এরপর পুলিশ এগিয়ে আসে ঘটনা নিয়ন্ত্রণ করতে। সাহেবগঞ্জের সভা শেষ করে অভিষেক সভা করতে যান সিতাই গোঁসানিমারি হাই স্কুলের মাঠে।

নির্ধারিত সময়ের এক ঘন্টা পর অভিষেক উপস্থিত হন সভাস্থলে। কুড়ি মিনিটের ভাষণের শেষে অভিষেক বলেন তিনি মঞ্চে ব্যালট বক্স রেখে যাচ্ছেন। তৃণমূলের কর্মী ও সমর্থকরা যেন প্রার্থী বাছাই অভিযান শুরু করে দেন। অভিষেক সভাস্থল থেকে চলে গেলেই ভোট দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। মঞ্চে সবাই একসাথে উঠে যান ভোট দেওয়ার জন্য।

ব্যালট বক্স নিয়ে টানা হ্যাঁচরা শুরু করে একপক্ষ। অপরপক্ষ ভোট না দিতে পারার আশঙ্কায় ছিঁড়তে শুরু করে ব্যালট পেপার। এরপর পুলিশ মঞ্চ থেকে নামিয়ে নিয়ে আসেন কর্মী-সমর্থকদের। তারপর পুলিশের সামনেই তৃণমূলের দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় সাবধান করেছেন নেতাদের।

abhishek

 

একদিকে তিনি বলেছেন যে ভোট দেওয়ার জন্য অতি উৎসাহীদের জন্য এই কান্ড ঘটেছে, অন্যদিকে আবার নেতাদের সাবধান বাণী শুনিয়ে অভিষেকের মন্তব্য, “যদি কেউ ভাবেন, গায়ের জোরে, ব্যালট বাক্স ভেঙে নিজেদের নাম ঢুকিয়ে প্রার্থী হবেন, তাহলে তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ, পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এই কারণেই তৃণমূলের ‘নবজোয়ার’ শুরু করেছি।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর