দুর্দান্ত স্কিম নিয়ে এল SBI! এবার একবার টাকা জমা করেই প্রতি মাসে সুদ সহ পেয়ে যান বিরাট লাভ

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকেই চান ভালো জায়গায় বিনিয়োগের (Investment) মাধ্যমে নিজেদের ভবিষ্যতকে সুরক্ষিত করতে। কিন্তু, বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে একাধিক মাধ্যম তৈরি হয়ে যাওয়ায় সেখানে ঝুঁকিরও একটা আশঙ্কা থেকে যায়। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে সমস্যাতেও পড়তে হয় গ্রাহকদের। এমতাবস্থায়, বিনিয়োগের আগে অবশ্যই ভাবনাচিন্তা করে সঠিক জায়গায় টাকা জমা করা উচিত বিনিয়োগকারীদের। তবে, এবার গ্রাহকদের কথা মাথায় রেখে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের জন্য একটি অ্যানুইটি স্কিম (SBI Annuity Deposit Scheme) নিয়ে এসেছে।

Annuity Scheme-এর বৈশিষ্ট্য:
১) SBI-এর সমস্ত শাখা থেকে অ্যানুইটি স্কিমে বিনিয়োগ করা যেতে পারে।
২) বার্ষিক স্কিমে কমপক্ষে ২৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে।
৩) এই স্কিমে SBI কর্মচারী এবং প্রাক্তন কর্মচারীরা অতিরিক্ত ১ শতাংশ বেশি সুদ পাবেন।
৪) প্রবীণ নাগরিকদের ০.৫ শতাংশ বেশি সুদ দেওয়া হবে।
৫) পাশাপাশি, এই স্কিমে টার্ম ডিপোজিটের সুদের হারও প্রযোজ্য হবে।
৬) টাকা জমা দেওয়ার পরবর্তী মাস থেকে নির্ধারিত তারিখে বার্ষিক অর্থ প্রদান করা হবে।
৭) TDS কাটার পরে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে বার্ষিক অর্থ প্রদান করা হবে এই স্কিমে।
৮) একক পরিমাণে ভালো রিটার্ন পাওয়ার জন্য এই স্কিম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
৯) বিশেষ পরিস্থিতিতে, অ্যানুইটির মোট পরিমানের ৭৫% পর্যন্ত ওভারড্রাফ্ট/লোনের মাধ্যমে পাওয়া যেতে পারে।
১০) সেভিংস অ্যাকাউন্টের তুলনায় অ্যানুইটি স্কিম আরও ভালো রিটার্ন দেয়।

এছাড়াও, SBI-এর এই স্কিমে ৩৬, ৬০, ৮৪ বা ১২০ মাসের জন্য বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারীরা। এতে বিনিয়োগের সুদের হার নির্বাচিত মেয়াদের টার্ম ডিপোজিটের মতই হবে। অর্থাৎ, মনে করুন আপনি যদি পাঁচ বছরের জন্য ডিপোজিট জমা করেন, তাহলে আপনি পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য প্রযোজ্য সুদের একই হারে সুদ পাবেন। এছাড়াও, ভারতের যে কোনো নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।

প্রতি মাসে ১০ হাজার টাকার উপার্জন চাইলে কত বিনিয়োগ করতে হবে: কোনো বিনিয়োগকারী যদি প্রতি মাসে ১০ হাজার টাকার মাসিক আয় চান, তবে তার জন্য বিনিয়োগকারীকে ৫ লক্ষ ৭ হাজার ৯৬৫ টাকা ৯৩ পয়সা জমা করতে হবে। এই জমা করা পরিমাণের উপর ৭ শতাংশ সুদের হারে রিটার্ন পাওয়া যাবে। আর এভাবেই বিনিয়োগকারীরা প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

বিনিয়োগ করতে চাইলে নিয়মগুলি জেনে নিন: SBI-এর বার্ষিক স্কিমে প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা জমা দেওয়ার নিয়ম রয়েছে। তবে সর্বাধিক বিনিয়োগের জন্য কোনো সীমা নির্দিষ্ট করা হয়নি। অ্যানুইটি প্রদানে, গ্রাহকের জমাকৃত পরিমাণের উপর সুদের ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের পরে আয় শুরু হয়। মূলত, এই পরিকল্পনাগুলি ভবিষ্যতের জন্য দুর্দান্ত।

sbi money

তবে, কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের হাতে খুব বেশি পরিমান নগদ না থাকার কারণে বেশিরভাগ মানুষ Recurring Deposit-এ বিনিয়োগ করেন। মূলত, RD (Recurring Deposit)-র ক্ষেত্রে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পরিমাণ সংগ্রহ করা হয় এবং তারপরে তার উপর সুদ প্রয়োগ করে বিনিয়োগকারীদের কাছে ফেরত দেওয়া হয়। এই কারণে, অ্যানুইটি স্কিমের তুলনায় Recurring Deposit সাধারণ মানুষদের বেশি আকৃষ্ট করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর