ধস্তাধস্তি থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর! এবার আমতলায় WAQF বিল বিরোধী কর্মসূচিতে ‘আক্রান্ত’ উর্দিধারীরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইনের (WAQF Act) বিরুদ্ধে প্রতিবাদ চলছেই। রাজ্যের নানান প্রান্তে বিভিন্ন কর্মসূচি হচ্ছে। বৃহস্পতিবার কলকাতার মৌলালির কাছে রামলীলা ময়দানে একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। শুক্রবার এসপ্ল্যানেড, পার্ক সার্কাসে মিছিলে যোগ দেন প্রচুর মানুষ। এবার ওয়াকফ বিরোধী কর্মসূচি ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার আমতলা (Amtala)। ফের ‘আক্রান্ত’ হল পুলিশ।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের!- (WAQF Act)

জানা যাচ্ছে, এদিন আমতলায় সড়ক অবরুদ্ধ করেছিলেন বিক্ষোভকারীরা। কেবলমাত্র অ্যাম্বুলেন্স যাতায়াত করতে দেওয়া হচ্ছিল। বাকি যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এই আবহেই আচমকা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিক্ষোভকারীরা। পুলিশের (West Bengal Police) গাড়ি ভাঙচুর করা হয়। ফের ‘আক্রান্ত’ হয় পুলিশ। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশবাহিনী। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে বলে খবর। জানা যাচ্ছে, আমতলায় পরিস্থিতি এখন স্বাভাবিক।

আরও পড়ুনঃ হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে অনুমতি দিয়ে দিল হাইকোর্ট! শর্ত বেঁধে বড় নির্দেশ বিচারপতি ঘোষের

এদিকে আজ যে পুলিশের (Police) গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেটি ডায়মন্ড হারবার জেলা পুলিশের নয়। বরং বারুইপুর জেলা পুলিশের। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রেই একথা জানা গিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে বলে খবর। আমতলায় এদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও কোনও পুলিশ কর্মী আহত হননি বলে দাবি করা হয়েছে।

WAQF Act protest in Amtala

উল্লেখ্য, এই প্রথম নয়, কয়েকদিন আগে ওয়াকফ আইন (WAQF Act) প্রত্যাহারের দাবিতে হওয়া কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ওই জায়গা। প্রাণ বাঁচাতে দোকানের মধ্যে ‘লুকিয়েছিলেন’ উর্দিধারীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল আমতলা। ফের একবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, উর্দিধারীদের গাড়ি ভাঙচুর করা হল। তবে বর্তমানে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X