বাংলা হান্ট ডেস্কঃ ভারত-পাকিস্তান (India Pakistan) উত্তেজনার মধ্যে সমাজমাধ্যমে বেশ কিছু বিতর্কিত পোস্ট ছড়িয়ে পড়েছিল। ‘ভারতবিরোধী পোস্ট’ করার অভিযোগ একাধিক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। এবার যেমন এই ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল বারাসাতে (Barasat)। পুলিশের (West Bengal Police) সঙ্গে সংঘর্ষে জড়ালেন প্রতিবাদকারীরা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন।
‘ভারতবিরোধী পোস্ট’ ঘিরে উত্তপ্ত বারাসাত (Barasat)!
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বারাসাতে টালিখোলার একজন বাসিন্দা সম্প্রতি ফেসবুকে পোস্ট করেছিলেন। সেটি ‘ভারতবিরোধী’ বলে অভিযোগ স্থানীয়দের। ওই ব্যক্তি পরোক্ষভাবে পাকিস্তান ও জঙ্গি কার্যকলাপকে সমর্থন করছেন বলে অভিযোগ আনা হয়।
এই নিয়ে মঙ্গলবার রাতে প্রতিবাদে নামেন বেশ কয়েকজন। ব্যারাকপুর রোডে (Barrackpore Road) বিক্ষোভ প্রদর্শনের জেরে যানজট তৈরি হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। জানা যাচ্ছে প্রতিবাদকারীদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু আন্দোলনকারীরা তাতে রাজি ছিলেন না।
আরও পড়ুনঃ শোকের মধ্যেও রুটিনে বদল নেই! আজ সকালেও মর্নিং ওয়াকে দিলীপ! কতটা ডিসিপ্লিনড হলে সম্ভব?
উর্দিধারীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় জনতার। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি তেতে ওঠে। পুলিশের অভিযোগ, কোনও রকম প্ররোচনা ছাড়া পুলিশকর্মীদের ওপর ইটবৃষ্টি শুরু করেন একদল লোক। তাতে একজন পুলিশকর্মী গুরুতর আহত হন বলে খবর। এরপর পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য বেশ কয়েকদফায় সংঘর্ষও হয় বলে খবর। বোমাবাজির অভিযোগও উঠছে।
বুধবার সকালে পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান বারাসাতের এসডিপিও। সেই সঙ্গেই যার পোস্ট থেকে বিতর্ক তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত পাক সংঘাত চরমে উঠেছে। গত শনিবার থেকে পরিস্থিতি খানিকটা শান্ত। এই আবহে মঙ্গলবার ‘ভারতবিরোধী পোস্ট’ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বারাসাত (Barasat)। পুলিশ-জনতা সংঘর্ষে বেশ কয়েকজন আহত ও গ্রেফতার হয়েছেন বলে খবর।