বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vore) আগে নবজোয়ার কর্মসূচিতে মেতে উঠেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যের প্রতিটি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার পাশাপাশি অভিনব এক পন্থা অবলম্বন করছেন অভিষেক। কী সেটি? প্রার্থী বাছাইয়ের জন্য গোপন ব্যালট ব্যবস্থা। আর সেই ব্যালটে ভোটদান ঘিরেই চারিদিক থেকে উঠে আসছে বিশৃঙ্খলার ঘটনা।
কোচবিহার, আলিপুরদুয়ায়ের পর এবার মুর্শিদাবাদেও (Murshidabad) ব্যালট বিশৃঙ্খলা। মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলির নব জোয়ার ক্যাম্পে বুথ থেকে ব্যালট বাক্স নিয়ে পালিয়ে গেল তৃণমূল কর্মীরা। সোমবার সে জেলার মোট ৯০ টি পঞ্চায়েতের প্রার্থী নির্বাচনের জন্য ভোট গ্রহণের পক্রিয়া শুরু হয়। আর সেখান থেকেই একের পর এক অশান্তির খবর সামনে আসে।
এই প্রসঙ্গে বড়ঞা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য রুণু ঘোষ বলেন, ‘‘ফোন গিয়েছিল ভোট দেওয়ার জন্য। কিন্তু দেখি লিস্টে সেই সব নাম নেই।’’ অভিযোগ, লিস্টে বিরোধী শিবিরের বাম, কংগ্রেস, বিজেপি কর্মীদের নাম থাকলেও নাম নেই পুরনো তৃণমূল কর্মীদের। সেই নাম না থাকা নিয়েই বিক্ষোভে মাতেন দলেরই কর্মীদের একাংশ।
এরপর বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়েন দলের কর্মী থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অন্যদিকে, ভরতপুর ব্লকের আলুগ্রাম বুথেও শুরু হয় তৃণমূলের দু’গোষ্ঠীর দ্বন্দ্ব। আবার ভুয়ো ভোটার ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে কুলি পঞ্চায়েতের বুথও।
সোমবার রাতে কুলির মাঠে অধিবেশনে উপস্থিত ছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ভোটগ্রহণ নিয়ে শুরু হয় মারামারি। এমনকি লুট হয় ব্যালট বাক্সও। একের পর এক অভিষেকের বিভিন্ন কর্মসূচী থেকে এভাবে অশান্তি-বিশৃঙ্খলার ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে রাজ্যের শাসকদল।