সরস্বতী পুজোয় মেয়েদের কলেজে ঢুকে শ্লীলতাহানি তৃণমূলের! ‘পোশাকটা যদি খুলি …’, গুরুতর অভিযোগ ছাত্রীদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সরস্বতী পুজোর দিন যোগমায়া কলেজে উত্তেজনা। বর্তমানে ডিএসও-র দখলে রয়েছে এই কলেজের ছাত্র ইউনিয়ন। সেখানে তৃণমূল ছাত্র পরিষদ ও ডিএসও সরস্বতী পুজোর দিন জড়াল হাতাহাতিতে, হল মারপিট। সরস্বতী পুজোর দিন শিক্ষাঙ্গনে দেখা দিল চূড়ান্ত বিশৃঙ্খলা। যোগমায়া দেবী কলেজের ডিএসও কর্মীরা অভিযোগ করেছেন।

তাদের বক্তব্য, আশুতোষ কলেজ ও শ্যামাপ্রসাদ কলেজের ‘বহিরাগত’ টিএমসিপি কর্মী-সমর্থকরা হামলা করেছে তাদের উপর। তৃণমূল ছাত্র পরিষদের পাল্টা বক্তব্য, তাদের উপর প্রথম হামলা করে ডিএসও কর্মীরা। এই বিষয়টি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ দ্বারস্থ হয়েছে ভবানীপুর থানার। মুখ খুলেছেন যোগমায়ার ছাত্রীরা।

আরোও পড়ুন : ৭৭ বছর বয়সে নিভল জীবন দ্বীপ, প্রয়াত কার্গিল যুদ্ধের নায়ক বিক্রম বাত্রার মা

যোগমায়া দেবী কলেজের ডিএসও সমর্থক এক ছাত্রী অভিযোগ করেছেন,  ‘শ্যামাপ্রসাদ ও আশুতোষ কলেজের একদল পড়ুয়া গেট ধাক্কা দিয়ে ঢুকে আমাদের কর্মী-সমর্থক ও সাধারণ ছাত্র-ছাত্রীদের মারধর করেছে। এমনকী আমাদের এক অধ্যাপকের উপরেও অত্যাচার চালিয়েছে। কাউকে ছাড়েনি।’

আরোও পড়ুন : ৪৫ দিনের প্রশিক্ষণে সেরা মোবাইল চোর! মাসে ২৫ হাজার টাকা বেতন, ছিনতাইবাজকে ধরতেই তাজ্জব পুলিশ

পাশাপাশি তার আরোও সংযোজন, ‘পুলিশকে যখন ফোন করতে যাব, তখন আমাদের ফোন কেড়ে নিয়েছে।’ আরো এক ডিএসও সমর্থক ছাত্রী বলেছেন, ‘যেভাবে আমার শারীরিক নির্যাতন হয়েছে, যদি আমি পোশাকটা খুলি, তা লোকসমাজে দেখানো যাবে না। আমাদের কলেজের সিসিটিভি প্রমাণ দেবে, কী আক্রমণ করেছে তারা।’

Saraswati Puja

তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থক ছাত্রীরা যদিও বলছেন, তাদের উপর প্রথম হামলা চালায় ডিএসও সমর্থক ছাত্রীরা। দলীয় ব্যানার দেখার পর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ডিএসও সমর্থকরা। অভিযোগ এরপর তারা চড়াও হয় টিএমসিপি সমর্থকদের উপর। সব মিলিয়ে তোলপাড় শুরু হয় শিক্ষাঙ্গনে।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X