ভোটারদের বুথে ধুকতে বাধা, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের, অভিযুক্ত শাসক দল

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চম দফার নির্বাচনের শুরু থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। আজ রাজ্যের ৬ জেলার ৪৫ আসনে নির্বাচন। আর সকাল থেকেই পঞ্চম দফার নির্বাচন ঘিরে অশান্তির খবর আসছে রাজ্যের চারিদিক থেকে। কল্যাণীর সুকান্তনগরে ভোটারদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ভোটাররা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, কল্যাণীর সুকান্ত নগরের ভোটাররা সকাল সকাল ভোট দিতে গেলে তাঁদের বুথে ঢুকতে বাধা দেয় শাসক দলের দুষ্কৃতীরা। এরপরই তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ দেখানো শুরু করে। তাঁরা জানায়, আমরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, এরপরেও আমাদের বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। আমাদের ভোট না দিয়েই বাড়িতে চলে যেতে বলা হচ্ছে।

স্থানীয়রা জানান, কেন্দ্রীয় বাহিনীকে বলা স্বত্বেও তাঁরা কোনও ব্যবস্থা নিচ্ছে না, আর এই কারণে আমরা রাস্তায় বসে প্রতিবাদ জানাচ্ছি। গোটা ঘটনার জন্য তাঁরা শাসক দল তৃণমূলকে দায়ি করেছে। আরেকদিকে, কল্যাণীর সুকান্ত নগর এলাকায় বিজেপির সমর্থকদের দোকানও ভাঙচুর করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে।

Koushik Dutta

সম্পর্কিত খবর