‘আলো নিভিয়ে…’! ভোটের মধ্যে উত্তপ্ত সন্দেশখালি, ‘চটি পুলিশে’র বিরুদ্ধে অভিযোগে সরব শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তম দফায় বাংলার যে ৯টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে অন্যতম হল বসিরহাট। এই লোকসভা কেন্দ্রের অধীন সন্দেশখালি বিগত কয়েকমাস ধরে সংবাদের শিরোনামে রয়েছে। একাধিকবার উত্তপ্তও হয়ে উঠতে দেখা গিয়েছে। ভোটের আগের দিন রাত থেকে যেমন ফের একবার অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালি। তা নিয়ে এবার এক্স হ্যান্ডেলে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সন্দেশখালি (Sandeshkhali) বেড়মজুড় এলাকার মহিলা ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। BJP বিধায়ক শুভেন্দুর দাবি, ‘চটি পরা’ পুলিশ এলাকায় ঘুরছে। ভোটের মুখে সন্দেশখালিতে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘শেষ চেষ্টা’ বলেও সুর চড়িয়েছেন তিনি।

   

এদিকে সন্দেশখালির বেড়মজুড় এলাকার মহিলাদের একাংশের অভিযোগ, রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখিয়েছে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার। তাঁরা তৃণমূলের হয়ে কাজ করছেন বলে দাবি করেছেন অনেকে। এই নিয়ে গতকাল রাতেই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু।

আরও পড়ুনঃ ‘জীবনে প্রথমবার…’! ভোট দিয়ে বেরিয়েই বিরাট দাবি রেখার, BJP প্রার্থীর কথায় শোরগোল!

নন্দীগ্রামের BJP বিধায়ক লেখেন, ‘ভোটের মুখে সন্দেশখালিতে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ চেষ্টা। ’চটি পরা’ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা সন্দেশখালির ভোটাদের হুমকি দিচ্ছে’। এদিকে সন্দেশখালির স্থানীয় মহিলাদের একাংশের দাবি, রাতের বেলা মুখে কালো কাপড় বেঁধে হামলা চালায় তৃণমূলের গুণ্ডাবাহিনী। বেশ কয়েকজনকে ঘরে ঢুকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এই কাজ যারা করেছেন তাঁরা পুলিশ নন বলেও দাবি করা হয়েছে।

Suvendu Adhikari

বিষয়টি নিয়ে সরব হয়েছেন BJP-র আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গে BJP-র সহ পর্যবেক্ষক অমিত মালব্যও। তাঁর দাবি, ‘আলো নিভিয়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পাপের ফল ভোগ করতে হবে’। বসিরহাট লোকসভা কেন্দ্রের একটি আবাসন থেকেই আবার ১৯ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের হাতে ৬জন BJP কর্মী আটক হয়েছেন বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর