বাংলাহান্ট ডেস্ক: বিটাউনে একজন বহুমুখী প্রতিভা সম্পন্ন ও শক্তিশালী অভিনেত্রী হিসাবেই পরিচিত দীপিকা পাডুকোন। দর্শক তাঁকে বহুবার বিভিন্ন চরিত্রে দেখেছে এবং সেই প্রত্যেকটি চরিত্রই নিখুঁত ভাবে পর্দায় তুলে ধরেছেন তিনি। দীপিকার আগামী ছবি ‘ছপক’-এর পোস্টার প্রকাশ্যে আসার দিন থেকেই ছবিপ্রেমীদের মনে উন্মাদনা দেখা দিয়েছিল। সকলেই প্রত্যাশা করেছিলেন যে ফের একটি অসাধারণ ছবি উপহার দিতে চলেছেন দীপিকা। তাঁদের সেই প্রত্যাশা পূরণ করলেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ছপক’-এর ট্রেলার। আর ট্রেলারেই বাজিমাত করেছেন দীপ্পি।
প্রায় ২ মিনিটের এই ট্রেলারে উঠে আসবে এক কাহিনী। অ্যাসিড অ্যাটাক সারভাইভার লক্ষ্মী আগরওয়ালের জীবন কাহিনী। ছবিতে দীপিকার চরিত্রের নাম মালতী, যাকে ২০০৫ সালে নয়া দিল্লির রাস্তায় অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছিল। একজন অ্যাসিড আক্রান্তের যন্ত্রণা, ক্ষোভ সবকিছু অসাধারণ ভাবে চিত্রায়ণ করা হয়েছে ট্রেলারে। আর দীপিকার অভিনয় নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই। তার সঙ্গে যোগ হয়েছে নিখুঁত প্রস্থেটিক মেকআপের কেরামতি।
https://www.instagram.com/p/B54350Zg_om/?utm_source=ig_web_copy_link
এই ছবির মাধ্যমে উঠে আসবে ভারতে একজন অ্যাসিড আক্রান্তের কষ্টকর জীবনকাহিনী। অ্যাসিড আক্রান্ত হওয়ার পর যে সামাজিক, নৈতিক ও শারীরিক লড়াই লড়তে হয় আক্রান্তকে সেটা খুব জ্বলজ্বলে হয়ে ফুটে উঠেছে এই ট্রেলারে। ট্রেলারে দীপিকার পাশাপাশি অভিনেতা বিক্রান্ত মাসেরও কিছু ঝলক দেখা গিয়েছে। তিনি অভিনয় করছেন অলোক দীক্ষিতের চরিত্রে, যিনি একজন সমাজকর্মী ও পরবর্তীকালে মালতীর সঙ্গী হন।
এর আগে একটি সাক্ষাৎকারে ছবির পরিচালক মেঘনা গুলজার জানান, ছবিতে দীপিকাকে নিজের রূপে নয়, বরং বিকৃত রূপে দেখা যাবে। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল ছপকের ট্রেলারের। কিন্ত তার আগেই সোমবার দীপিকা প্রকাশ্যে আনেন এই ট্রেলার। আগামী বছর ১০ জানুয়ারি মুক্তি পাবে ছপক।