মহেন্দ্র সিং ধোনি আমার দেখা সবচেয়ে তীক্ষ্ণ মস্তিষ্কের ক্রিকেটার, জানিয়ে দিলেন গ্রেগ চ্যাপেল

বাংলার হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার গ্রেগ চ্যাপেল প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে একটি তীক্ষ্ণ ক্রিকেট মস্তিষ্ক হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে ধোনির কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে তার সমসাময়িকদের অন্যান্য তারকাদের থেকে আলাদা করেছে৷

চ্যাপেল ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রায়শই দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়কের বিষয়ে উচ্চবাচ্য করতেন যিনি দেশের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে তার গৌরবময় কেরিয়ারে শেষ করেছিলেন।

MS Dhoni 1720x1000

নিজের কোচিংকালেও চ্যাপেল সবসময় ধোনির মতো তরুণ ক্রিকেটারদের প্রমোট করার চেষ্টা করেছেন। তিনি ভারতীয় দলে তারুণ্যের ফর্মুলা চালু করার চেষ্টা করেছিলেন। যদিও তার জন্য তাকে ভারতীয় ক্রিকেট ভক্তদের রোষের মুখেও পড়তে হয়েছিল।

২০০৭ একদিনের বিশ্বকাপে ভারতের করুন ফর্ম চ্যাপেলের ভারতের কোচিং কেরিয়ারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কাছে হেরে ভারত গ্রূপ পর্ব থেকেই বিদায় নেয়। সেই সঙ্গে কোচিং থেকেও সরিয়ে দেওয়া হয় চ্যাপেল-কে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর