বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে CBSE গতকালই জানিয়েছিল যে, নবম এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসে কিছু কাটছাঁট করা হবে। করোনার গোটা দেশে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হয়েছে আর সেই কারণেই CBSE এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। আর এবার বুধবার জানা গিয়েছে যে, রাষ্ট্রবিজ্ঞান আর অর্থনীতির সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ পড়েছে। এবার এটা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।
এছাড়াও অর্থনীতি থেকে পরিকল্পনা উন্নয়ম অর্থনীতির উন্নয়নের ধারা বদল সমেত গণতন্ত্র ও বৈচিত্র্য, জাত-ধর্ম-লিঙ্গ অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে। CBSE এর এই সিদ্ধান্ত নিয়ে চারিদিকে প্রশ্ন উঠছে। অনেকেই বলছে যে, রাজনৈতিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েচ। তাঁরা জানাচ্ছে যে, বিজেপি এবং সংঘ পরিবারের আদর্শকে চ্যালেঞ্জ জানানো অধ্যায় গুলোকেই বাদ দেওয়া হয়েছে। যদিও CBSE জানিয়েছে, এই সিলেবাস শুধু ২০২০-২১ শিক্ষাবর্ষেই কার্যকরী হবে।