বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার মামলায় (Bengal Coal Scam) দীর্ঘদিন ধরে উত্তাল রাজ্য। এর আগে বহুবার এই মামলায় চার্জ গঠন পিছিয়েছে। অবশেষে মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে সেই প্রক্রিয়া সম্পন্ন হল। অনুপ মাঝি, বিকাশ মিশ্র সহ এই মামলার মোট ৪৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হল এদিন।
বিনয়ের বিরুদ্ধে চার্জ গঠন করা গেল না (Bengal Coal Scam)!
কয়লা পাচার মামলার গত শুনানিতেই বিচারক রাজেশ চক্রবর্তী বলেছিলেন, ১০ ডিসেম্বর চার্জ গঠন হবে। সেই মতো আজ এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন আদালতের (Special CBI Court) নির্দেশ মতো সব অভিযুক্তই উপস্থিত হয়েছিলেন। শুধুমাত্র বিকাশ সহ তিন জন ভার্চুয়ালি হাজিরা দেন। যৌন হেনস্থার মামলায় গ্রেফতার হওয়ার কারণে গত শুনানিতে বিকাশকে সশরীরে কিংবা ভার্চুয়ালি হাজির করানো যায়নি। সেই কারণে চার্জ গঠন পিছিয়েছিল। এদিন ভার্চুয়ালি হাজিরা দেন তিনি।
এই মামলায় সিবিআইয়ের (CBI) দেওয়া চার্জশিটে মোট ৫০ জনের নাম ছিল। তবে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র পলাতক। সেই কারণে তাঁর বিরুদ্ধে এদিন চার্জ গঠন করা যায়নি। বাকি ৪৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়। উল্লেখ্য, তাঁরা প্রত্যেকেই বর্তমানে শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
আরও পড়ুনঃ ‘ভগবানকে ডেকে আনলেও…’! রাজ্য-রাজ্যপাল সংঘাত! উপাচার্য নিয়োগে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, কয়লা পাচার মামলার (Bengal Coal Scam) চার্জ গঠনের প্রক্রিয়াকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটিতে রয়েছে বিকাশ, অনুপ মাঝি ওরফে লালা এবং রতনেশ বর্মার নাম। তাঁদের বিচার প্রক্রিয়া আলাদাভাবে হবে বলে খবর।
রিপোর্ট বলছে, ওই তিন জন অভিযুক্তের নাম আলাদাভাবে দেওয়ার কারণও রয়েছে। কয়লা পাচার মামলায় যত অভিযোগ উঠেছে, তার প্রত্যেকটিতেই ওই তিন জনের যোগ রয়েছে বলে খবর। জানা যাচ্ছে, বাকিদের মধ্যে কেউ নিরাপত্তারক্ষী, কেউ কোলিয়ারির ম্যানেজার, কেউ আবার স্থানীয় দোকানদার।
এদিকে কয়লা পাচার মামলার (Bengal Coal Scam) চার্জশিটে সিবিআই দাবি করেছে, ২০১৫-২০২০ সালের মধ্যে অভিযুক্তরা প্রায় ৩১ লক্ষ মেট্রিক টন কয়লা চুরি ও পাচারের ঘটনা ঘটিয়েছে। এর ফলে সরকারের ১৩৪০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।