বাংলা হান্ট ডেস্কঃ বিগত দু’বছরের বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) নজরে রয়েছে রাজ্য। এই মামলায় ইতিমধ্যে জেলে রয়েছেন রাজ্যের একাধিক হেভি ওয়েট নেতা মন্ত্রী। এই নিয়োগ মামলার অন্যতম মূল অভিযুক্ত হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। তাঁরই ‘ঘনিষ্ঠ বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকার বান্ডিল। আজ এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, লিপসন বাউন্স কোম্পানি সহ মোট ৪৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত।
নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মামলায় আদালতে দাঁড়িয়ে বিস্ফোরক পার্থ ঘনিষ্ঠ অর্পিতা
নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় অভিযোগ উঠছে মোট ৫৪ জনের বিরুদ্ধে। তাদের মধ্যে গতকাল পার্থ, মানিক এবং হাসপাতালে ভর্তি সুজয়কৃষ্ণ ভদ্র সহ মোট ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল ব্যাঙ্কশাল আদালত। এছাড়া বাকি ১ জনের বিরুদ্ধে আগামীকাল শুরু হবে চার্জ গঠন প্রক্রিয়া। ইতিপূর্বে একধিকবার থমকে গিয়েছে এই নিয়োগ মামলার চার্জ গঠনের প্রক্রিয়া।
আদালতে এদিন বিচারক অভিযুক্তদের উদ্দেশ্যে বলেন, ‘প্রাইমারির নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মামলায় বিভিন্ন ভূমিকা পালন করেছে পার্থ,মানিক, সুজয়, অয়ন-রা। তাদের সাথে আপনারাও যুক্ত ছিলেন। বিভিন্ন দুর্নীতিমূলক কাজে জড়িত আপনারা। অন্যায়ভাবে টাকা বা সম্পত্তি অর্জন করেছেন। সেই উপার্জনে লেনদেন চলেছে বেআইনিভাবে এবং সবটাই গোপন রাখা হয়েছে’। এখানেই শেষ নয় বিচারক এদিন আরও জানিয়েছেন ওই বেআইনি উপার্জন অপরাধের সঙ্গে যুক্ত নয় এমনটাও দেখানার চেষ্টা করা হয়েছে।
আজ অর্পিতাদের বিরুদ্ধে PMLA ধারা ৪/৭ অনুযায়ী চার্জ গঠন করা হয়েছে। এদিন আদালতে দাঁড়িয়ে অর্পিতা বিচারককে বলেন, ‘আমি এসবের কিছু জানতাম না। কোনো সরকারি পদে কিংবা দুর্নীতির সঙ্গেও যুক্ত ছিলাম না। আমি জানি না, কোথা থেকে কি পাওয়া গিয়েছে। কোনো অনৈতিক কাজের সাথে আমি জড়িত নই। কোনো কোম্পানির সাথেও যুক্ত নই।’
নিয়োগ মামলায় (Recruitment Scam) অভিযুক্ত কুন্তল এদিন বিচারককে সরাসরি বলেন, ‘চরণ দাস জেলে গেছিল। সে গান গাইত, বিজেপি সরকারের বঞ্চনা নিয়ে মুখ খুলেছি বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই কাজ করা হচ্ছে। আমি নির্দোষ।’ একথা শোনা মাত্রই বিচারক কুন্তলকে ভর্ৎসনা করে বলেন,’এই সব ধর্মতলায় গিয়ে বলবেন।’
আরও পড়ুন: ট্যাবের ১০০০০ টাকা নিয়েই পগারপার! এবার বড় পদক্ষেপ নিলেন শিক্ষামন্ত্রী
পার্থ চট্টপাধ্যায়ের জামাই কল্যাণময়কে বিচারক এদিন বলেছেন, ‘দুর্নীতিতে (Recruitment Scam) আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুর্নীতির টাকা ব্যবহার করেছেন। অথচ সেই টাকা দুর্নীতি থেকে পাওয়া নয় এমন দেখানোর চেষ্টা করেছেন। পার্থ এর থেকে ১৫ কোটি নিয়ে সেই টাকা দিয়ে, জমি কিনে স্কুল করেছেন। অন্যায়ভাবে টাকা বা সম্পত্তি উপার্জন করেছেন। সেই উপার্জন বেআইনি ভাবে লেনদেন করার পাশাপাশি গোপন করেছেন’। এছাড়াও এদিন কল্যাণময়কে বিচারক বলেছেন, ‘সেই উপার্জন অপরাধের সঙ্গে যুক্ত নয় এমনও দেখানার চেষ্টা করেছেন। আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হল।’ শেষে কল্যাণময় বিচারককে বলেন, ‘আমি নির্দোষ’।
দুর্নীতিতে অভিযুক্ত মানিকের ছেলে সৌভিককে বিচারক এদিন বলেন, ‘মানিকের ছেলে হিসাবে টাকা লেনদেনের সাথে আপনি যুক্ত। ২’টি কোম্পানি তৈরি করে টাকা লেনদেনে করা হয়েছে। সম্পূর্ণ অন্যায়ভাবে টাকা বা সম্পত্তি উপার্জন করেছেন। সেই উপার্জন বেআইনি ভাবে লেনদেন ব্যবহার এবং গোপনে রেখেছেন। বাকিদের মতোই সৌভিক-ও সেই উপার্জন অপরাধের সঙ্গে যুক্ত নয় এমন দেখানার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন বিচারক। তবে নিজেকে নির্দোষ দাবি করে আদালতে সৌভিক আজ বলেছেন অব্যাহতির নির্দেশের কপি তিনি এখনও পাননি।
মানিকের স্ত্রী শতরূপাকে বিচারক বলেছেন, ‘আপনার নামের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা রেখেছেন মানিক। আর সেই টাকা লেনদেন করা হয়েছে। আপনি এই বিষয়ে মানিককে সাহায্য করেছেন। শতরূপাও এদিন বিচারকে জানিয়েছেন তিনি নির্দোষ।