বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে গত বছরের আগস্ট মাস থেকে উত্তাল রাজ্য। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর প্রকাশ্যে এসেছে বিগত কয়েক বছরে হাসপাতালের চার দেওয়ালের মধ্যে হওয়া নানান দুর্নীতির অভিযোগ। বর্তমানে সেই আর্থিক দুর্নীতি মামলার তদন্তও করছে সিবিআই (CBI)। এবার এই নিয়ে সামনে আসছে বড় খবর।
আরজি কর মামলায় (RG Kar Case) বড় নির্দেশ আদালতের!
আরজি কর ধর্ষণ খুন কাণ্ডের পর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল। পরবর্তীতে ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি, দুই মামলাতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই আর্থিক দুর্নীতি মামলায় গত ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে সন্দীপের পাশাপাশি নাম ছিল এই মামলায় ধৃত সুমন হাজরা, বিপ্লব সিংহ, আফসার আলি এবং আশিস পাণ্ডের।
এবার এই মামলায় (RG Kar Case) বুধবার থেকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল আলিপুর আদালত। মঙ্গলবার বিচারক একথা জানিয়েছেন। বর্তমানে সন্দীপ সহ এই মামলায় ধৃত পাঁচজনই জেলবন্দি রয়েছেন। মঙ্গলবার এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের কাছে আর্জি জানান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ, বিপ্লব ও আফসার।
আরও পড়ুনঃ রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! ৪% DA বাড়াল সরকার! কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?
বুধবার আরজি কর আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠনের পাশাপাশি সন্দীপদের আবেদনেরও শুনানি রয়েছে। গত ২৮ জানুয়ারি সিবিআইয়ের তরফ থেকে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জানানো হয়, বিচারপ্রক্রিয়ার জন্য এই মামলার অভিযুক্তদের সম্মতি নেওয়া হয়েছে। সেই সঙ্গেই রাজ্যের অনুমোদনও পাওয়া গিয়েছে। একথা শোনার পর নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দেয় আদালত।
এদিকে জানা যাচ্ছে, আজ আরজি কর (RG Kar Case) আর্থিক দুর্নীতি মামলার শুনানি চলাকালীন ফের একটি নথি নিয়ে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন অভিযুক্তের আইনজীবীরা। সুমনের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, সিবিআই তাঁদের প্রায় ১৫,০০০ পাতার নথি দিয়েছে। তবে সেখানে কোনও সূচিপত্র দেওয়া হয়নি। এই নিয়ে আদালতে বেশ কিছুক্ষণ সওয়াল-জবাব হয়। এই আবহে আগামীকাল আরজি কর আর্থিক দুর্নীতি মামলার চার্জগঠনের শুনানি শুরু হতে চলেছে। পাশাপাশি সন্দীপদের আবেদনের শুনানিও রয়েছে। আগামীকাল আদালতে কী হয় এখন সেটাই দেখার।