নিয়োগ দুর্নীতি মামলায় আরও চাপ বাড়ল অভিষেকের

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছু সময়ে নিয়োগ দুর্নীতির সূত্র ধরে বহুবার শিরোনামে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) নাম। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় অভিষেকের সংস্থার বিরুদ্ধে চার্জ গঠন হল আদালতে। মঙ্গলবার ৫০ জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হয়। যার মধ্যে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ সহ অনেকে।

কিছুদিন আগে ১ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ মত তড়িঘড়ি নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করে ইডি। এদিনও আদালতে চার্জ গঠনের সময় লিপস অ্যান্ড বাউন্ডসের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিচারকের প্রশ্নে নিজেকে নির্দোষ বলে দাবি করে লিপস অ্যান্ড বাউন্ডস।

নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতস কাঁচের নীচে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডস। এই সংস্থার সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূল সাংসদ। অভিষেকের সংস্থায় চলেছে ইডির ম্যারাথন তল্লাশি। গত বছর প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিষেক দাবি করেন, এখন মিনারেল ওয়াটার তৈরির কাজে যুক্ত আছে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস।

abhishek banerjee

আরও পড়ুন: ‘কোথা থেকে এল?’ জ্যোতিপ্রিয়র চিঠি নিয়ে আদালতের প্রশ্নের মুখে ED! রেশন দুর্নীতি মামলায় বড় মোড়?

সেই সময় অভিষেক বলেছিলেন, এই প্রথম নয়, এর আগে কয়লা পাচার, গরু পাচার মামলার ক্ষেত্রেও লিপস অ্যান্ড বাউন্ডসের নাম জুড়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। যদিও কোনওক্ষেত্রেই তার সংস্থার বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারেনি বলে জোর গলায় দাবি করেছিলেন তৃণমূল সাংসদ। এবার সেই সংস্থার বিরুদ্ধে চার্জ গঠন হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর