বাংলা হান্ট ডেস্ক : সদ্যই শেষ হয়েছে হিন্দুদের অন্যতম বিশেষ উত্সব ছট পুজো৷ ছট পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এ বার জলপাইগুড়িতে ছট পুজোর অনুষ্ঠান ঘিরে তৈরি হল বিতর্ক৷ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সেই অশ্লীল নাচের ভিডিও ভাইরাল হতেই নিরাপত্তারক্ষীদের কাছে রিপোর্ট তলব করেছে এসজেডিএ৷সূত্রের খবর জলপাইগুড়ির রাজবাড়ি দিঘির পাড়ে প্রতি বারের মতো এ বারেও ছটের ঘাট তৈরি করে মহা সমারোহে ছট পুজো পালন করা হয়েছে৷ আর ছট পুজো উপলক্ষে রাত্রিবেলা মঞ্চ করে নাচের অনুষ্ঠানও পালন করা হয়েছে৷
আর সেই মঞ্চ ঘিরেই শুরু হয়েছে যত বিতর্ক৷ জানা গিয়েছে অনুষ্ঠান মঞ্চে যুবতীদের অশ্লীল গানের সঙ্গে চটুল নাচের দৃশ্য রীতিমতো বিতর্ক তৈরি করেছে৷শুধুমাত্র নাচ নয় অশ্লীল পোশাক বিতর্ক নিয়েও কম জলঘোলা হয়নি৷ শনিবার গভীর রাত পর্যন্ত এই অনুষ্ঠান চলে তার পরেই শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি সংরক্ষিত এলাকা অনুষ্ঠিত এই ছট পুজো অনুষ্ঠানকে ঘিরে প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন৷
ভিডিও শেয়ার হওয়ার পর এসজেডিএ চেয়ারম্যান বিজয়কৃষ্ণ বর্মন জানিয়েছেন, আমি সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের ভিডিও দেখেছি অত্যন্ত খারাপ কাজ এরা বিনা অনুমতিতে এই অনুষ্ঠান করেছে, পাশাপাশি আরও জানিয়েছেন তিনি নিরাপত্তারক্ষীদের কাছ থেকে এই ঘটনার রিপোর্ট তলব করেছেন৷
অন্যদিকে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার জানিয়েছেন অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি তাই ব্যবস্থা নেওয়া হবে৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে দু দিন ধরে পালিত হয়েছে ছট উত্সব৷