বাংলা হান্ট ডেস্কঃ মানতে হবে একাধিক শর্ত। তবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতি জানিয়ে দিয়েছেন আগামী ১২ এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা করতে পারবেন শুভেন্দুরা।
শুভেন্দুকে অনুমতি হাইকোর্টের- Calcutta High Court
তবে শোভাযাত্রা নিয়ে একাধিক শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। শব্দদূষণের কথা মাথায় রাখতে হবে। মিছিলে ডিজে ব্যবহার করা যাবে না। ৪-৫টির বেশি মাইক ব্যবহার করতে পারবেন না৷ কলেজ স্ট্রিটের বাটা থেকে হরিঘোষ স্ট্রিটের হনুমান মন্দির পর্যন্ত মিছিলের অনুমতি মিলেছে।
হাইকোর্টের নির্দেশ, মিছিল থেকে কোনওরকম অপ্রীতিকর মন্তব্য করা যাবে না। মিছিলে ২০০-২৫০ জনের বেশি জন অংশ নিতে পারবেন না। শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়ে আরও বলা হয়, বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে শোভাযাত্রা সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, হনুমান জয়ন্তীতে মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু অনুমতি মেলেনি। পুলিশি অনুমতি না মেলায় বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওই মামলা শুনানির জন্য উঠলে সবপক্ষের সওয়াল শেষে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন: “শাহরুখ আর মানুষ নেই”, কেন বন্ধ করলেন একসঙ্গে কাজ? ‘বাদশা’কে নিয়ে ফের বিষ্ফোরক অভিজিৎ
প্রসঙ্গত, অন্য আর একটি মামলায় আগামী ১১, ১২ এপ্রিল গড়িয়ায় হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি চায় গড়িয়ার সত্যেন্দ্র পল্লি শিবমন্দির। পুলিশের কাছে আবেদন জানানো হলেও আবেদন মেলেনি। পরে হাইকোর্টে মামলা হলে শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে উচ্চ আদালত।