ভীষণ কম থাকা-খাওয়ার খরচ! বিলেতে থাকার জন্য এটিই সবচেয়ে সস্তা দেশ! ভারত কত নম্বরে জানেন ?

বাংলাহান্ট ডেস্ক : অনেকেরই স্বপ্ন থাকে বিদেশে (Foreign) গিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করার। তবে বিদেশে গিয়ে থাকতে গেলে দরকার হয় অর্থের। তার সাথে প্রয়োজন হয় ভালো চাকরির। আবার অনেকেই বিদেশে (Foreign) গিয়ে ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন। এসবই ব্যয়বহুল ব্যাপার। তবে এমন কিছু দেশ রয়েছে যেখানে জীবনযাত্রার খরচ অনেকটাই কম।

আজ আমরা সেই রকম দশটি দেশ সম্পর্কে জেনে নেব।

এই তালিকায় প্রথমে আসে ভিয়েতনামের (Vietnam) নাম। বিশ্বের সবথেকে সাশ্রয়ী মূল্যের দেশ হিসেবে গণ্য করা হয়ে থাকে ভিয়েতনামকে। ইন্টারনেশনস সমীক্ষা জানাচ্ছে, বিশ্বের ৫৩ গন্তব্যের মধ্যে সব থেকে সাশ্রয়ী মূল্যের দেশ হিসাবে গত চার বছর ধরে এক নম্বর জায়গায় রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনামের পর রয়েছে কলম্বিয়ার (Columbia) নাম।

   

আরোও পড়ুন : স্কুল জীবনের বন্ধু, ১০ বছরের প্রেম! সিনেমাকেও হার মানায় শ্রেয়া ঘোষালের প্রেম কাহিনী

এই দেশের জীবন যাত্রার মান ও খরচ দুটোই অভিবাসীদের আকর্ষণ করে। কাজের সংস্কৃতি ও খরচের ব্যাপারে বিশ্বের অন্যান্য অনেক দেশের থেকে ভালো জায়গায় রয়েছে ইন্দোনেশিয়া (Indonesia)। তালিকায় এই দেশের স্থান তৃতীয়। বিশ্বের চতুর্থ সস্তা দেশ পানামা (Panama)। বেশ কিছু হলিউড ছবির শুটিং হয়েছে এই দেশে।

আরোও পড়ুন : ‘১৫ দিনের মধ্যে..,’ নিয়োগ সংক্রান্ত মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য বেশ আকর্ষণীয়। বিশ্বের পঞ্চম সস্তা দেশের তালিকায় রয়েছে ফিলিপাইন (Philippines)। বিশ্বের ষষ্ঠ সস্তা দেশ ভারত (India)। ভারতের জীবন যাত্রার মান খানিকটা নিচের দিকে হলেও, ভারত অত্যন্ত সাশ্রয়ী। সবচেয়ে সস্তা দেশের তালিকায় ৭ নম্বর স্থানে রয়েছে মেক্সিকো (Mexico)। এই দেশে থাকা-খাওয়ার খরচ অভিবাসীদের আকর্ষিত করে।

map of the world traveller

অন্যান্য দেশের জীবনযাত্রার খরচের থেকে অনেকটাই সস্তা তালিকায় ৮ নম্বরে থাকা থাইল্যান্ডে (Thailand)। অনেক ভারতীয়র কাছে থাইল্যান্ড খুবই পছন্দের। জীবনযাত্রা, সম্পত্তি ও অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে অনেকটাই সস্তা দেশ ব্রাজিল (Brazil)। তালিকায় ব্রাজিলের স্থান নবম স্থানে। ২০২৪ সালের ইন্টারন্যাশনাল রিপোর্ট জানাচ্ছে বিশ্বের ৫৩ টি অর্থনৈতিক দেশের মধ্যে খরচের দিক থেকে চীন (China) বিশ্বের দশমতম সস্তার দেশ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর