বাংলাহান্ট ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দীপাবলিতে গ্রাহকদের জন্য এক বড় সুখবর নিয়ে এল আম্বানির জিও (Jio)। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর এবার বাজারে আসতে চলেছে Jio Phone Next 4G স্মার্টফোন। এই 4G স্মার্টফোন বাজারে লঞ্চ করার তারিখ এবং এর দাম এবার ঘোষণা করল জিও।
আগামী ৪ ঠা নভেম্বর অর্থাৎ কালী পুজোর দিন থেকেই বাজারে পাওয়া যাবে এই Jio Phone Next 4G স্মার্টফোন। আর দাম রাখা হয়েছে, ৬৪৯৯ টাকা। তবে আপনি এই ফোন মাত্র ১৯৯৯ টাকাতেই নিজের বাড়িতে আনতে পারবেন। জেনে নিন কিভাবে-
EMI প্ল্যানের সঙ্গে গ্রাহক এই ফোনটি মাত্র ১৯৯৯ টাকায় কিনতে পারবেন। সেই কারণে, আপনাকে প্রথমে দিতে হবে ১৯৯৯ টাকা এবং সঙ্গে ৫০১ টাকা প্রসেসিং ফি দিতে হবে। তারপর গ্রাহক ১৮ বা ২৪ মাসের কিস্তিতে এই অর্থ দিতে পারবেন।
তবে এই ফোন কেনার জন্য বেশ কয়েকটি উপায়ও বলে দিচ্ছে জিও। আপনি চাইলে নিকটস্থ Jio Mart ডিজিটাল খুচরা বিক্রেতার কাছে গিয়ে এই ফোনটি কিনতেই পারেন। আবার চাইলে WhatsApp-র মাধ্যমেও কিনতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে 7018270182 নম্বরে একটা ‘Hi’ ম্যাসেজ করতে হবে। তারপর বাকি পদ্ধতি অনুসরণ করতে হবে।
প্রসঙ্গত, এই ফোনে এলইডি ডিসপ্লে থাকছে ৫.৫ ইঞ্চি। সঙ্গে থাকবে 2GB বা 3GB RAM। চিপসেট থাকবে কোয়ালকম QM215। 4জি সাপোর্ট সিস্টেম এবং ডুয়েল সিম সাপোর্ট থাকবে এই ফোনে। ব্যাটারি হবে 2,500mAh। 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। পাশাপাশি সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে 8 মেগাপিক্সেলের সেন্সর। ক্যামেরায় গুগোল লেন্স- র সাপোর্ট থাকছে।
এছাড়াও থাকছে ভলিউম, পাওয়ার বাটন, হটস্পটের সুবিধা, ক্যামেরার সঙ্গে পোর্ট্রেট মোড এবং স্ন্যাপচ্যাট ফিল্টার ফিচারসও। থাকছে মিউজিক সিস্টেম প্লে করার সুবিধাও। সঙ্গে জিও-র পক্ষ থেকে সবরকম সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে।