চিট ফান্ডের মালিকের সম্পত্তি ৩০০ কেজি ‘সোনা’! তদন্তে নেমে বিস্ময় কাটছেনা অফিসারদের

বাংলা হান্ট ডেস্ক :সুইমিং পুলের নীচে রাখা ৩০০কেজি সোনা,যা দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারী অফিসারদের।ছ’তলার উপরে সুইমিং পুলে লুকিয়ে ছিল গুপ্তধন।তবে এই গুপ্তধনের ‌জরিপটি কে?প্রকাশ্য হল পরিচয়

জানা গেল কর্নাটকের পন‌্জি স্কিম ‘আইএমএ’র কর্ণধার মহম্মদ মনসুর খানের বেঙ্গালুরুর একটি ভবনে অভিযান চালিয়ে এমনই ‘খাজানা’এর সন্ধান পেল কর্নাটকের বিশেষ তদন্তকারী দল। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, ৩০৩ কেজিরও বেশি ‘সোনা’ উদ্ধার হয়েছে। তবে সবই নকল!

Screenshot 20190808 172912 Facebook

প্রাথমিক ভাবে তদন্তকারী অফিসাররা মনে করছেন, এই নকল সোনা দেখিয়েই অর্থলগ্নি করতে সাধারণ মানুষকে আকর্ষণ করা হত। তার পর এই কেলেঙ্কারি সামনে আসতেই ভয় পেয়ে ওই সুইমিং পুলের নীচে লুকিয়ে ফেলেছিলেন সংস্থার কর্ণধার মহম্মদ মনসুর খান। উদ্ধার করার পর গুনে দেখা যায় মোট ৫৮৮০টি সোনার বাট। যার ওজন ৩০৩ কেজি। সমস্ত নকল সোনা বাজেয়াপ্ত করেছে এসআইটি।এবং সে পালিয়ে যাবার সময়
দিল্লি বিমানবন্দরেই গ্রেফতার করা হয় তাঁকে।

Screenshot 20190808 172748 Facebook

সম্পর্কিত খবর