চেক – মেট !

 

অজয় রায়, বাংলা hunt :২০০৪ সালের শুরুতে ফ্রেঞ্চ ফুটবল ক্লাব ” রেঁনে ” থেকে যখন তাকে নেওয়ার চেষ্টা করেছিল চেলসি, তখন ট্রান্সফার ফি মনোঃপুত না হওয়ায় তা রিজেক্ট করে দেয় ফ্রান্সের ক্লাবটি।ফেব্রুয়ারি মাসে ফের সাত মিলিয়ন ইউরোর প্রস্তাব আর না করতে পারেনি ” রেঁনে “।এর মধ্যে দিয়ে চেলসির তিন কাটির তলায় আগমন হলো পিতর চেকের।তিনি হলেন চেলসির সবচেয়ে দামি গোলকিপার।যদিও শুরুতে দলে সুযোগ হয়নি তার।

দামি গোলকিপার হয়েও প্রথম দলে সুযোগ পাওয়া সহজ নয়।কারন সেই সময় তখন চেলসির প্রথম দলের গোলকিপার কার্লো কুদিচিনি।তাকে বসিয়ে সেইসব চেক কে সুযোগ দেওয়া মোরিনহোর পক্ষে অত‍্যন্ত কঠিন একটি কাজ‌।তবে সুযোগ এসেছিলো , কুদিচিনির চোট প্রথম দলে জায়গা করে দেয় চেকের।প্রিমিয়ার লিগের প্রথম ম‍্যাচেই অগ্নিপরীক্ষা, বিপক্ষে ম‍্যানচেস্টার ইউনাইটেড।প্রথম ম‍্যাচেই ১০০ তে ১০০ পেয়ে উতরে গেলো চেক।চেলসি ম‍্যাচ জিতলো ১-০ তে।এরপর আর ফিরে দেখতে হয়নি এই নিঃশব্দ বিশ্বস্ত প্রহরীর।

e2568 img 20190530 wa0027
টানা ১১ বছর চেলসির নানান সুখ – দুঃখের শরিক থাকার পর ২০১৪ -১৫ মরশুমে স্টামফোর্ড ব্রিজে কুর্তোয়ার আগমন চেক কে বুঝিয়ে দেয় তার সময় শেষ।দল ছাড়লেন , গেলেন আর্সেনালে।

ভক্তদের কৈতুহল নিরসনের উদ্দেশ্যে টুইট করলেন, Last summer, things changed and I understood I was no longer the first-choice keeper, but I felt it was not the right time for me to go. During the season it became clear that my situation would not improve and, as I know I am not at the stage of my career where I want to be on the bench, I made my decision to move on and look for new challenges. নতুন চ‍্যালেন্জ নিলেন , তবে সেইটাই ছিলো শেষের শুরু ।

কাল বাকুতে কেরিয়ারের শেষ ম‍্যাচটি খেলে ফেললেন প্রিমিয়ার লিগের অন‍্যতম সফল গোলকিপার।ভাগ‍্যের কি পরিহাস, শেষ ম‍্যাচ টা নিজের প্রিয় ক্লাবটির বিরুদ্ধে।যে ক্লাবের হয়ে এমন কত টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন তিনি।ম‍্যাচের পর চেকের মুখটায় এক অদ্ভুত স্তব্ধতা ঘিরে রেখেছিলো।সব শেষ বোধহয় ভালো হয়না।বিদায় চেক,গোলপোস্টের তলায় মাথায় টুপি পড়া গোলকিপার টাকে খুব মিস করবো।

ad

সম্পর্কিত খবর