এক ঝটকায় ১,৩৬,১২,৯১,৬৭,০০০ টাকা হারালেন আম্বানি! বড়সড় ক্ষতির মুখে আদানিও

বাংলা হান্ট ডেস্ক: চলতি সপ্তাহে দেশের শেয়ার বাজারে বিপুল পতন পরিলক্ষিত হয়েছে। এই সময়ের মধ্যে, সেনসেক্স ৪,০০০ পয়েন্টের বেশি কমেছে এবং বিনিয়োগকারীরা ১৬.লক্ষ কোটি টাকা হারিয়েছেন। এদিকে, গত শুক্রবারেও পতনের এই রেশ অব্যাহত থাকার কারণে প্রত্যক্ষভাবে প্রভাবিত হয়েছেন দেশের ধনকুবেররাও (Billionaires List)। শুধু তাই নয়, দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মোট সম্পদ ১.৬২ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৩,৬১২ কোটি টাকা কমেছে।

ধনকুবেরদের তালিকায় (Billionaires List) পরিবর্তন:

এর ফলে তাঁর মোট সম্পদের পরিমাণ ১০৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এদিকে দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় (Billionaires List) বর্তমানে ১৪ তম স্থানে রয়েছেন। তবে, এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় তিনি রয়েছেন প্রথম স্থানেই। চলতি বছরে আম্বানির মোট সম্পদের পরিমাণ ৮.৯৩ বিলিয়ন ডলার বেড়েছে।

Check out the current Billionaires List.

এদিকে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিও এখন ১০০ বিলিয়ন ডলার ক্লাবের বাইরে রয়েছেন। শুক্রবার, তাঁর মোট সম্পদ ৯৪.২ কোটি ডলার কমেছে। বর্তমানে আদানি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় (Billionaires List) ১৮ তম স্থানে নেমে এসেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৯৯.৫ বিলিয়ন ডলার। এদিকে, এই বছর তাঁর মোট সম্পদ ১৫.২ বিলিয়ন ডলার বেড়েছে। বিশ্বের বৃহত্তম রিটেল কোম্পানি ওয়ালমার্টের ফাউন্ডার তথা ওয়ালটন পরিবারের ৩ সদস্যের মোট সম্পদের পরিমাণ এখন আদানির চেয়েও বেশি রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জিম ওয়ালটন (১০৩ বিলিয়ন ডলার), রব ওয়ালটন (১০০ বিলিয়ন ডলার) এবং অ্যালিস ওয়ালটন (১০০ বিলিয়ন ডলার)।

আরও পড়ুন: পরপর ৩ টি সেঞ্চুরি! BCCI-এর রাতের ঘুম ওড়ালেন এই প্লেয়ার, নাম জানলে হয়ে যাবেন “থ”

কারা সেরা দশে রয়েছেন: শুক্রবার আমেরিকার শেয়ার বাজারে বিপুল বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। যার ফলে সেখানকার ধনকুবেরদের (Billionaires List) মোট সম্পদ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি (৬.৭৩ বিলিয়ন ডলার) বৃদ্ধি পেয়েছে। বর্তমানে, তাঁর মোট সম্পদের পরিমাণ হল ২৬৩ বিলিয়ন ডলার। এদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মার্ক জুকেরবার্গ (২১১ বিলিয়ন ডলার) এবং তৃতীয় স্থানে আছেন জেফ বেজোস (২০৯ বিলিয়ন ডলার)।

আরও পড়ুন: রোহিত শর্মাকে কাছে পেয়ে একটাই দাবি জানালেন হাজার হাজার অনুরাগী! আদৌ পূরণ করবেন হিটম্যান?

এর পাশাপাশি চতুর্থ স্থানে বার্নার্ড আর্নল্ট (১৯৩ বিলিয়ন ডলার), পঞ্চম স্থানে ল্যারি এলিসন (১৮৩ বিলিয়ন ডলার), ষষ্ঠ স্থানে বিল গেটস (১৬১ বিলিয়ন ডলার), সপ্তম স্থানে ল্যারি পেজ (১৫১ বিলিয়ন ডলার), অষ্টম স্থানে ওয়ারেন বাফেট (১৪৬ বিলিয়ন ডলার), নবম স্থানে স্টিভ বলমার (১৪৫ বিলিয়ন ডলার) এবং দশম স্থানে রয়েছেন সের্গেই ব্রিন (১৪২ বিলিয়ন ডলার)।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর