বাস্তবের জওয়ান, শাহরুখের সঙ্গী ভুটানের এই রাজার দেহরক্ষী! চমকে দেবে তার পরিচয়

বাংলা হান্ট ডেস্ক : গত ৭ সেপ্টেম্বর শাহরুখ খানের (Shah Rukh Khan) জওয়ান (Jawan) ছবিটি মুক্তি পেয়েছে। যেভাবে সমারোহের সাথে এবং মার্কেটিং করা হয় সেরকম সাফল্য না পেলেও বক্স অফিসে ব্যবসা মন্দ করেনি সেটি। ইতিমধ্যেই ২৪০ কোটি টাকা আয় করেছে ছবিটি। অল্প সময়েই মোটা আয় করলেও আশানুরূপ ফলাফল হয়নি। তবে আজ বক্স অফিস কালেকশন নয়, বরং আপনাদের জানানো ছবিতে থাকা আসল জওয়ানকে নিয়ে।

শাহরুখের Jawan ছবিতে কিন্তু বাস্তবেই এখন জওয়ান অভিনয় করেছেন। জুজু নামে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা সেনাবাহিনীর জওয়ানের নাম সাঙ্গে শেলট্রিম। তবে ভারতের সেনাবাহিনীতে নয়, সাঙ্গে আসলে ভুটানের সেনাবাহিনীতে কাজ করেছেন। ইউনিফর্ম পরা ছবি শেয়ার করে তিনি লিখেন যে, তার জীবনের সেরা ঘটনার মধ্যে একটি ছিল এই ইউনিফর্ম পরার যোগ্যতা লাভ করা।

নিজের পোস্টে তিনি এও লিখেন যে, ‘আমি এখনও ইউনিফর্মের প্রতি সশ্রদ্ধ এবং আজও গর্বিত অনুভব করি। একজন সৈনিক সর্বদাই সৈনিক। রয়্যাল বডিগার্ডস ২০০৮-২০১৩।’ এখানে উল্লেখ্য যে, সেনাবাহিনীতে কাজ করার সময় বডি-বিল্ডিং ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার জন্য সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছিলেন সাঙ্গে। এরপরই অভিনেতা হিসেবে কেরিয়ারের শুরু হয় তার।

আরও পড়ুন : ‘ভিলেন হব ভেবেছিলাম, মৃণালদা বললেন…’, স্কটিশে পা দিয়েই আবেগপ্রবণ মিঠুন

উল্লেখ্য যে, এর আগে সলমন খানের সাথে রাধে সিনেমাতে দেখা যায় তাকে। যদিও এক সাক্ষাৎকারে সাঙ্গে বলেন যে, অভিনেতা হওয়ার উচ্চাকাঙ্ক্ষা থাকেনি তার। তার অভিনয়ের জগতে আসা এক প্রকার দুর্ঘটনাই বলা চলে। জওয়ান সিনেমাতে সুযোগ পাওয়া তার কাছে একপ্রকার মাইলস্টোন।

আরও পড়ুন : ‘স্যার, আপনার নেতৃত্বেই ভারত…’, নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বিশেষ পোস্ট শাহরুখের

jawan (1)

শাহরুখ খানের অ্যাকশন স্টান্টের তারিফ করে সাঙ্গে জানান যে, ‘SRK এর অ্যাকশন সিনগুলো দেখেছি। এই বয়সে এসেও শাহরুখ স্যার যেভাবে অভিনয় করছেন তা সত্যিই তারিফযোগ্য। তিনি একজন দুর্দান্ত অভিনেতা!’ এছাড়া বলিউডের সাথে যোগাযোগের প্রসঙ্গে সাঙ্গে বলেন যে, এক বন্ধুর মাধ্যমেই পরিচয় ঘটে তার। সলমন খানের দয়াতেই এই সুযোগ এসেছে তার কাছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর