খেলা হবে দিবসের মঞ্চে চিয়ারলিডারের নাচ, ‘এই পরিস্থিতিতে বিনোদনের আকাল” সাফাই তৃণমূলের

বাংলা হান্ট ডেস্কঃ ঘোষণা মতোই স্বাধীনতা দিবসের পরের দিন বাংলা জুড়ে পালিত হল প্রথম ‘খেলা হবে দিবস’। স্বাভাবিকভাবেই নানা ধরনের খেলার আয়োজন করা হয়েছিল গোটা বাংলা জুড়ে, বিশেষত ফুটবল তো ছিলই। তবে এই ‘খেলা হবে দিবস’ পালন করতে গিয়েই এবার বিতর্কে জড়ালো তৃণমূল কংগ্রেস। বর্ধমানের আউশগ্রাম ২ ব্লকের ভাল্কি অঞ্চলে ঘটেছে ঘটনাটি।

খেলা হবে দিবসের অনুষ্ঠান মঞ্চে নৃত্য পরিবেশন করলেন দুই চিয়ার লিডার। অভিযোগ ওঠে, অনুষ্ঠান চলাকালীন একেবারেই পালন করা হয়নি কোভিড বিধি। অনেকের মুখেই ছিল না মাস্ক। মানা হয়নি সোশ্যাল ডিসটেন্সও। এমনিতেই খেলা হবে দিবসের কথা মাথায় রেখে জাঁকজমকপূর্ণ একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল পূর্ব বর্ধমানের এই এলাকায়। যা দেখতে স্বাভাবিকভাবেই ভিড় করেছিলেন গ্রামবাসী।

   

তার সঙ্গে আবার চিয়ারলিডারদের নাচ। যার ফলে আরও ভিড় জমে ওঠে। অবশ্য এই ঘটনার জবরদস্ত সাফাই দিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ মিদ্দা। তার বক্তব্য, “এখন সিনেমা-থিয়েটার বন্ধ। বিনোদন বলে কিছু নেই। তাই একটু বিনোদন দিতে চেয়েছি।” কিন্তু কারোর মুখে মাস্ক নেই কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী অনেকটা ছাড় দিয়েছেন। আর আমরা কোভিড বিধি মেনেই চলেছি।”

images 2021 07 22T185953.819

যদিও কার্যক্ষেত্রে কথার সঙ্গে অনেকটাই ফারাক চোখে পড়ে। ছবিতে পরিষ্কার দেখা যায় অনেকের মুখেই ছিল না মাস্ক। এ নিয়েই এবার শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। খেলা হবে দিবসের এই ভিড় পরবর্তী ক্ষেত্রে কোন সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না তো? সেটাই এখন বড় প্রশ্ন।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর