ক্রেতাদের আসেপাশে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ; ভাইরাল রেস্তোরাঁর ভিডিও দেখে হাড়হিম নেটাগরিকদের

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : রেস্তোরাঁয় ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ! এডিটের কারসাজি নয় সত্যি সত্যি এমন ঘটনা ধরা পড়েছে ভাইরাল (viral video) হওয়া এক ভিডিওতে। যা দেখে ভয়ে হাড়হিম নেটাগরিকদের।

PicsArt 09 08 01.57.30

খেতে বসে আপনি যদি দেখেন আপনার টেবিলের কাছে ঘুরে বেড়াচ্ছে এক চিতাবাঘ! কেমন হবে সেই অনুভূতি?  নিশ্চয়ই অনেকের আত্মারাম খাঁচাছাড়া হয়ে  গুপীর সুরে ‘তুমি যে এঘরে কে তা জানতো ‘ গেয়ে উঠবে। কিন্তু জানলে অবাক হবেন, দক্ষিণ আফ্রিকার এক রেস্তোরাঁয় সত্যি সত্যি গ্রাহকদের পাশ থেকে ঘুরে বেড়ায় চিতাবাঘ।

জানা যাচ্ছে,  যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গা প্রদেশে সিংগিটা এবনি লজের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অত্যন্ত শান্ত ভাবে রেস্তোরাঁর এক অংশ দিয়ে প্রবেশ করে অন্য অংশ দিয়ে বেরিয়ে যায় চিতাটি। ভাবটা এমন, এ-তো আমার কতই চেনা, রোজনামচার অংশ।

সিংগাটা নামে এক ফেসবুক পেজে এই চিতার ভিডিও আপলোড হয়েছে ৩ সেপ্টেম্বর। সেই সময় উপস্থিত এক ব্যক্তি পুরো ঘটনাটি ক্যামেরা বন্দী করে। সেই ব্যক্তির খুব কাছ দিয়েই হেঁটে যায় চিতাটি, কিন্তু আক্রমণ তো দূরের কথা সে একবার ঘুরেও তাকায় না ক্রেতার দিকে।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে,  এই চিতাকে আগেও আশেপাশে ঘুরতে দেখা গিয়েছে। সে এখনো কাউকে আক্রমণ করেনি। এই ভিডিওটি পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে।  নেটাগরিকরা নানান মন্তব্যে ভরিয়ে দিয়েছে কমেন্ট বক্স। অনেকে যেমন ঐ ব্যক্তিকে ভাগ্যবান বলছে আবার অনেকে এতে বিপদের গন্ধ পেয়েছে। দেখুন ভাইরাল হওয়া ভিডিও

সম্পর্কিত খবর