সরকারি কোম্পানি বিক্রির অভিযান চালাচ্ছেন মোদীজি, কেন্দ্রকে আক্রমণ রাহুল গান্ধীর

বাংলাহান্ট ডেস্কঃ কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul gandhi) বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra modi) আক্রমণ করে এসেছেন। যে কোন বিষয়েই কেন্দ্রের গৃহীত সিদ্ধান্ত এবং পদক্ষেপের বিরোধিতা করে এসেছেন তিনি। করোনাকালে একাধিকবার মোদী সরকারের গৃহীত সিদ্ধান্তের বিরোধিতা করে সংবাদ শিরোনামেও উঠে এসেছেন।

মোদী সরকারকে কটাক্ষ রাহুলের
সম্প্রতি দিনে রাহুল গান্ধী স্যোশাল মিডিয়া সাইটে পোস্ট করা নিজের নতুন ভিডিওতে মোদী সরকারকে নানাভাবে হেনস্থা করেছেন। কখনও জিডিপির পতন নিতে, তো আবার কখনও করোনা ভাইরাস নিয়ে। এসবের মধ্যে তিনি LIC নিয়েও মোদী জিকে কটাক্ষ করতে ছাড়লেন না। তিনি বললেন, LIC কে বিক্রি হল মোদী সরকারের আরও একটি লজ্জাজনক প্রচেষ্টা।

Rahul Gandhi 4 1

রাহুলের ট্যুইট
মঙ্গলবার তিনি এক ট্যুইট করে জানিয়েছেন, ‘মোদী জি ‘সরকারী কোম্পানি বিক্রি’র প্রচার চালাচ্ছেন। দেশের অর্থনীতির উন্নতির কারণে নিজের তৈরি করা আইন মোতাবেক দেশের সম্পত্তি একটু একটু বিক্রি করে দিচ্ছেন। দেশের মানুষে বিশ্বাস এবং ভরসা নিয়ে খেলা করে মোদী সরকারের এই LIC বিক্রির প্রচেষ্টা এক লজ্জাজনক দৃষ্টান্তের উদাহরণ’।

মোদীকে জোড়া আক্রমণ রাহুলের
প্রসঙ্গত, করোনা ভাইরাস এবং জিডিপির পতন নিয়ে জোড়া বিষয়ে মোদী সরকারকে কোণঠাসা করছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এক ট্যুইট করে তিনি বলেছেন, ‘মোদী সরকার দেশের উন্নতির প্রতিটি বিষয়েই ভুল সিদ্ধান্তের পিছনে দৌড়াচ্ছে। এই সংকটকালে মোদী সরকার উটপাখির ন্যায় আচরণ করছে’।

জিডিপির পতনের বিষয়েও কটাক্ষ করেছেন
করোনা ভাইরাসের পাশাপাশি দেশের জিডিপির পতনের বিষয়ে রবিবার কংগ্রেস নেতা জিএসটিকে গব্বার সিং ট্যাক্স আখ্যা দিয়ে বলেছেন, ভারতের দরিদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন। তাই সকলের উচিত একযোগে প্রতিবাদ জানানো। এটি ভারতের অসংগঠিত অর্থনীতির উপর দ্বিতীয় বড় আক্রমণ, যা পুরোপুরি ব্যর্থ হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর