আর মাত্র কয়েক দিন! এবার ট্রেন ছুটবে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু দিয়েই, প্রকাশ্যে নয়া আপডেট

   

বাংলাহান্ট ডেস্ক : ট্রেন চলাচল শুরু হতে চলেছে জম্মু ও কাশ্মীর উপত্যকায় চেনাব নদীর ওপর তৈরি বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে (Chenab rail bridge)। আইফেল টাওয়ারের থেকেও বেশি এই রেল সেতুর উচ্চতা। অনেকে বলেন, এই রেল সেতু বিশ্বের অষ্টম আশ্চর্যও। তবে অদ্ভুত ভাবে নির্মাণ কাজ শেষ হওয়ার পর এখনো ট্রেন চলাচল শুরু হয়নি ওই সেতু দিয়ে।

এবার সেই উদ্যোগ নিল নর্দার্ন রেলওয়ে। তাতে জম্মু-কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থা যে আরোও সহজতর হবে, তা বলাই বাহুল্য। নর্দার্ন রেলওয়ের আধিকারিকরা জানিয়েছেন, খুব শীঘ্রই জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার বাক্কাল এবং কৌরির মধ্যে অবস্থিত রেল সেতুর দিয়ে শুরু হবে ট্রেন চলাচল। রামবান থেকে রিয়াসি পর্যন্ত এই সেতু হয়েই চলবে ট্রেন।

আরোও পড়ুন : কর্মীদের পদক্ষেপে চাপে মুখ্যমন্ত্রী, সরকারি কোষাগারের পড়তে পারে ২০ হাজার কোটির বোঝা

সম্প্রতি রামবান জেলার সাঙ্গালদান এবং রিয়াসির মধ্যে নবনির্মিত রেললাইন এবং স্টেশনগুলি পরিদর্শন করেছেন রেলের আধিকারিকরা। তেমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। চেনাব নদীর উপর নির্মিত এই রেল সেতুর উচ্চতা ৩৫৯ মিটার। আইফেল টাওয়ারের থেকেও প্রায় ৩৫ মিটার বেশি উঁচু এটি।

আরোও পড়ুন : দিল্লি থেকে ফিরেই ভোলবদল দিলীপের! হঠাৎ বদলে গেলেন BJP নেতা, তাহলে কী…

রিয়াসির ডেপুটি কমিশনার বিশেষ মহাজন এই রেল সেতু প্রসঙ্গে জানান, “আধুনিক বিশ্বের ইঞ্জিনিয়ারিংয়ের একটি বিস্ময়কর নির্মাণ। যেদিন ট্রেন রিয়াসি পৌঁছবে সেই দিনটি ইতিহাসে জায়গা করে নেবে। সেই দিনটি হবে আমাদের জন্য সবচেয়ে গর্বের মুহূর্ত। আমাদের ইঞ্জিনিয়াররা যে সেতু নির্মাণ করেছেন সেটি হল বিশ্বের অষ্টম আশ্চর্য। যদিও তবে আমি আশা করি দিনটি শীঘ্রই আসবে।”

bridge 1.jpg

সেতুটির দৈর্ঘ্য ১,৩১৫ মিটার। তবে এত উঁচু রেল ব্রিজ তৈরি করতে যে অনেক ঝামেলা পোহাতে হয়েছে একথা স্বীকার করেছেন কোঙ্কন রেলওয়ে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সুজয় কুমার। তাঁর কথায়, “এই ব্রিজ নির্মাণ করতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। তারা আজ সকলেই খুব খুশি। আমরা আশা করছি শীঘ্রই সবকিছু কাজ শেষ হবে।”

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর