ফের ব্যার্থ ‘ফিনিশার’ ধোনি, হারের হ্যাটট্রিক করে ফেলল চেন্নাই সুপার কিংস

বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএল একেবারেই ভাল যাচ্ছেনা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর পর পরপর তিন ম্যাচে হেরে হারের হ্যাটট্রিক করে ফেলল চেন্নাই সুপার কিংস। শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে সাত রানে হারতে হল চেন্নাইকে। পরপর তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের লাস্ট বয় চেন্নাই সুপার কিংস। অপরদিকে চেন্নাইকে হারিয়ে এক লাফে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এলো হায়দ্রাবাদ।

এইদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদের অধিনায়ক ডেবিড ওয়ার্নার। প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে 5 উইকেট হারিয়ে 164 রান তোলে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের হয়ে দুরন্ত অর্ধশতরান করেন তরুণ ক্রিকেটার প্রিয়ম গার্গ। 26 বলে 51 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

2483569085d295431f83a98e1779ae5d03bf5f1574db18471fa95bf9bac11d0cc38d8ea07

জবাবে ব্যাট করতে নেমে 157 রানেই শেষ হয়ে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস। এইদিন চেন্নাই সুপার কিংসের একের পর এক ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। সেই সময় দলের হাল ধরেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা। তবে এই দুজনের মরিয়া চেষ্টাও জয় এনে দিতে পারলো না চেন্নাই সুপার কিংসকে। অনেকদিন পর ব্যাট হাতে কিছুটা সাবলীল মনে হচ্ছিল মহেন্দ্র সিং ধোনিকে। তবে যেহেতু ধোনির বয়স হচ্ছে তাই আমিরশাহির প্রচণ্ড গরমে সেই ক্ষমতাবান ধোনিকে দেখা গেল না। জোরে শট মারার চেষ্টা করলেও খুব একটা সফল হচ্ছিলেন না তিনি। রান নেওয়ার সময় খুব একটা জোরে দৌড়াতেও পারছিলেন না। তবে তিনি মরিয়া চেষ্টা করেছিলেন দলকে জেতানোর জন্য। ফের ম্যাচ ফিনিশ করে নায়ক হয়ে ওঠার সুযোগ ছিল ধোনির কাছে। তবে সেই সুযোগ হাতছাড়া করলেন ধোনি। চেন্নাইকে হারতে হল সাত রানে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর