করোনা নিয়ম লঙ্ঘন করে ফের বিতর্কে চেন্নাই সুপার কিংস, কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে চেন্নাইয়ের বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না চেন্নাই সুপার কিংস দলের। এমনিতেই এবার আইপিএলে একেবারে হতাশাজনক পারফরম্যান্স করছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তার উপরে একের পর এক বিতর্ক। আইপিএল শুরুর আগে করোনা নিয়মবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল চেন্নাইয়ের বিরুদ্ধে। যার ফলে করোনা আক্রান্ত হয়েছিলেন চেন্নাই সুপার কিংস 13 জন সদস্য। ফের করোনা নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে।

আইপিএলের বায়ো সিকিওর বাবল অর্থাৎ জৈব সুরক্ষা বলয় ভাঙ্গার অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। জানা গিয়েছে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার কে এম আসিফ জৈব সুরক্ষা বলয় ভেঙেছেন।

1601521023 km asif 1

তবে এই অভিযোগ পুরোপুরিভাবেউড়িয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। তিনি দাবি করেছেন কোন প্রকার জৈব সুরক্ষার বলয় ভাঙেনি আসিফ। গোটা বিষয়টি নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করা হচ্ছে। তবে তারপরেও বিতর্ক থেমে যাচ্ছে না।

ঘটনার সূত্রপাত, আসিফ তার রুমের চাবি হারিয়ে ফেলেছিল। সেই চাবি খোঁজার জন্য তিনি কাউকে কিছু না জানিয়ে বিসিসিআই নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও রিসেপশনে চলে যান চাবি খোঁজার জন্য। আর তারপরই আসিফের বিরুদ্ধে জৈব সুরক্ষা বলয় ভাঙ্গার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তাকে ছয় দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না চেন্নাই সুপার কিংস দলের।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর