ধোনি অধিনায়ক হতেই তাঁকে “আনফলো” করলেন রুতুরাজ? ব্যাপারটা কী?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এ, পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) প্লে-অফ থেকে প্রায় ছিটকে যাচ্ছে। টানা ৫ টি পরাজয়ের পর এই দল পয়েন্ট টেবিলে আপাতত নবম স্থানে রয়েছে। তবে, এবার সামনে আসছে একটি চাঞ্চল্যকর আপডেট। যেটির পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে যে, CSK- অন্দরে হয়তো কোনও গোলমাল চলছে। ইতিমধ্যেই চোটের কারণে এই মরশুম থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তারপরই তিনি নাকি সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনিকে আনফলো করেছেন। ইতিমধ্যেই এই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে, CSK-র হয়ে খেলা ধোনির খারাপ ফর্মও দলের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

CSK Chennai Super Kings)-র নতুন অধিনায়ক ধোনি:

গায়কোয়াড় ছিটকে যাওয়ায় ধোনি অধিনায়ক হয়েছেন: জানিয়ে রাখি যে, CSK (Chennai Super Kings)-র নিয়মিত অধিনায়ক এবং ওপেনার রুতুরাজ গায়কোয়াড় চোটের কারণে IPL ২০২৫ থেকে ছিটকে গিয়েছেন। এদিকে, গায়কোয়াড় টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর, চেন্নাই সুপার কিংস বাকি ম্যাচগুলির জন্য মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে। তবে, এমনও খবর আসছে যে গায়কোয়াড় সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনিকে আনফলো করেছেন। ইতিমধ্যেই একাধিক ক্রিকেট অনুরাগী সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে তাঁদের মতামত প্রকাশ করেছেন।

Chennai Super Kings new update.

অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্ব: প্রসঙ্গত উল্লেখ্য যে, গায়কোয়াড়ের সোশ্যাল মিডিয়ায় ধোনিকে আনফলো করার বিষয়ে, কিছু ভক্ত এটিকে নিছক গুজব বলে মনে করছেন। আসলে কিছুজন মনে করেন যে, গায়কোয়াড় সোশ্যাল মিডিয়ায় ধোনিকে আনফলো করেছেন। আবার কিছু অনুরাগী জানিয়েছেন যে, রুতুরাজ কখনও ইনস্টাগ্রামে ধোনিকে ফলো করেননি এবং এটি একটি গুজব।

আরও পড়ুন: বাংলাদেশের সেনাপ্রধানকে গ্রেফতার করাবেন ইউনূস! হতে পারে ফাঁসি? পড়শি দেশে ফের উঠবে ঝড়?

জানিয়ে রাখি যে,এই মরশুমে গায়কোয়াড়ের অধিনায়কত্বে CSK (Chennai Super Kings)-র পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। এমতাবস্থায়, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বাকি টুর্নামেন্টে এই দল কেমন পারফর্ম করে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা। চেন্নাই সুপার কিংসকে এই টুর্নামেন্টের প্লে-অফে তাদের জায়গা নিশ্চিত করতে হলে এবার থেকে ধারাবাহিকভাবে ম্যাচ জিততে হবে।

আরও পড়ুন: রাহুল-সোনিয়া পেলেন বিরাট ঝটকা! ৭০০ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি

একজন অনুরাগী একটি স্ক্রিনশট শেয়ার করেছেন: ইতিমধ্যেই একজন অনুরাগী একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেটা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে গায়কোয়াড় ধোনিকে “ফলো” করছেন না। সেখানে একজন ব্যবহারকারী লিখেছেন যে “ভাই, রুতুরাজ আগে ফলো করেননি।” অন্যদিকে একজন ভক্ত লিখেছেন যে, “তুমি শান্তিতে থাকো ভাই।” আরেকজন লিখেছেন, “তোমাদের কোনও কাজ নেই? সারাদিন সবার ফলোয়ারদের দিকে তাকিয়ে থাকো।” একজন লিখেছেন যে “ধোনি স্যার একজন কিংবদন্তি… তিনি পরিবেশবান্ধব, প্রকৃতির কথা ভাবেন…।”এইভাবেই ক্রিকেট অনুরাগীরা একের পর এক প্রতিক্রিয়া জানিয়েছেন।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X