স্পিন অস্ত্রে বাজিমাতের ভাবনা KKR-এর, পাল্টা দিতে CSK-এর এমন একাদশ নামাতে পারেন জাদেজা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২ শুরু হওয়ার মাত্র মাত্র দিন তিনেক আগে, মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার জায়গায় এখন এই দায়িত্ব দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। এর মধ্য দিয়ে আইপিএলে ধোনির অধিনায়কত্বের মেয়াদ শেষ হয়ে গেল। ২০০৮ সাল থেকে এই দলের সাথে যুক্ত ধোনি চেন্নাইয়ের হয়ে ৪ টি শিরোপা জিতেছেন। চেন্নাই সুপার কিংস গত বছরই শিরোপা জিতেছিল এবং শিরোপা জয়ের দিক দিয়ে আইপিএলের দ্বিতীয় সবচেয়ে সফল দল। নিজেদের শিরোপা রক্ষার অভিপ্রায় নিয়ে এ বছর মাঠে নামবে সিএসকে।

নাইটদের স্পিন বিভাগ অত্যন্ত শক্তিশালী। সেই শক্তিশালী আক্রমণকে সামলাতে বেশিরভাগ দেশীয় ক্রিকেটারদেরই ব্যাটিং অর্ডারে রাখবেন জাদেজা। মাঠে তাকে সবরকম ভাবে সাহায্য করবেন ধোনি। প্রথম একাদশ নির্বাচনের ক্ষেত্রে দলে রায়ডু, উথাপ্পা ও শিবম দুবের মতো তারকারা থাকবেন। ওপেনিং করবেন ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড এবং ডেভন কনওয়ে।

Dhoni and Rituraj
Dhoni and Rituraj

রবিন উথাপ্পা ৩ নম্বরে এবং আম্বাতি রায়ডু ৪ নম্বরে সুযোগ পেতে পারেন। পাঁচ নম্বরে আসতে পারেন জাদেজা। এর পর নামতে পারেন শিবম দুবে, ধোনি এবং ডোয়াইন ব্রাভো। বোলিং নিয়ে একটু বেকায়দায় সিএসকে। দীপক চাহারের অনুপস্থিতিতে সিএসকে ২ জন বিদেশি বোলারকে সুযোগ দিতে পারে। পিচ দেখে, ক্রিস জর্ডান এবং অ্যাডাম মিলনেকে ভালো বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে হাত ঘোরাবেন শিবম দুবেও।

সম্ভাব্য চেন্নাই সুপার কিংস একাদশ:
ঋতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ুদ, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, এমএস ধোনি, ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান, রাজবর্ধন হ্যাঙ্গারগেকার এবং অ্যাডাম মিলনে


Reetabrata Deb

সম্পর্কিত খবর