নতুন চেক বইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন? খুব সাবধান কিন্তু! যা হচ্ছে, শুনলে চোখ কপালে উঠবে

বাংলাহান্ট ডেস্ক : আপনি ব্যাংকে নতুন চেক বইয়ের (Cheque Book) জন্য আবেদন করেছেন? তাহলে সাবধান। বড় ধরনের বিপদে আপনি পড়তে পারেন যেকোনো সময়। দুর্গাপুরের এক মহিলা সম্প্রতি ব্যাংকে চেক বুকের (Cheque Book) আবেদন করে পড়েছেন বড় বিপদে। ওই মহিলার দাবি তিনি এখনো হাতে পাননি চেক বুক (Cheque Book)।

চেক বুক (Cheque Book) সংক্রান্ত বিপত্তি

তবে তার আগেই সেই চেকের (Cheque) মাধ্যমে তোলা হয়ে গিয়েছে টাকা। প্রতারিত এই মহিলার নাম স্বাগতা তিওয়ারি। স্বাগতা দেবীর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তার বাবা রবীন্দ্রনাথ তিওয়ারির সাথে। এই অ্যাকাউন্টের জন্য এটিএম কার্ড ব্যবহার করেন না স্বাগতা দেবী। তিনি ব্যাংকে গত ১২ ই আগস্ট একটি চেক বুকের (Cheque Book) জন্য আবেদন করেন।

আরোও পড়ুন : মিস ২০২৫-ও, কবে মুক্তি পাচ্ছে বর্ডার ২? জেনে নিন একক্লিকে

তবে বাড়িতে কেউ উপস্থিত না থাকায় সেই চেক বুকটি (Cheque Book) রিটার্ন যায়। পরে ব্যাংক থেকে তাকে ফোন করে চেক বুক (Cheque Book) নিয়ে যাওয়ার জন্য জানানো হয়। আর তখনই মাথায় বাজ পড়ে স্বাগতা দেবীর। স্বাগতা দেবী স্টেটমেন্ট দেখে জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে দেড় লক্ষ টাকা।

আরোও পড়ুন : রাজ্যের পড়ুয়াদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের, না মানলেই কড়া ব্যবস্থা

আর এই টাকা তোলা হয়েছে নতুন চেক বই (Cheque Book) ব্যবহার করে। স্বাগতা দেবীর অভিযোগ এরপর তিনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করলে ব্যাংক কর্মীরা তাকে সহযোগিতা করেননি। পরে ব্যাংক কর্তৃপক্ষ সিসিটিভিতে দেখতে পায় যে স্বাগতা দেবীর চেক বুক (Cheque Book) ব্যবহার করে এক ব্যক্তি টাকা তুলছেন। জানা গেছে, ওই ব্যক্তির নাম কমলেশ মারান্ডি।

Hacker

কমলেশ ঝাড়খণ্ডের (Jharkhand) জামতাড়ার বাসিন্দা। সূত্রের খবর, এই ব্যক্তি স্বাগতা দেবীর সই নকল করে টাকা তুলেছেন। আর এই ঘটনার পরে একাধিক প্রশ্ন তুলেছেন স্বাগতা দেবী। বিষয়টি নিয়ে স্বাগতা দেবী ইতিমধ্যেই দুর্গাপুর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর