বাতিল হতে চলেছে এই আটটি ব্যাঙ্কের চেক বুক ও পাস বুক, জেনেনিন তালিকায় আপনার ব্যাঙ্ক আছে কিনা

পরের মাসেই বাতিল হতে চলেছে আটটি ব্যাঙ্কের গ্রাহকদের চেক বুক ও পাস বুক। বড় ঋণদাতাদের সঙ্গে যুক্ত এমন অ্যাকাউন্ট গুলিতেই প্রযোজ্য হবে এই নয়া নির্দেশিকা। মূলত আটটি ব্যাঙ্কেই জারি হতে চলেছে এটি। অ্যাকাউন্ট ধারীদের ২০২১ এর ১ এপ্রিলের মধ্যে নতুন পাস বুক ও চেক নিতে হবে অন্যথায় তা বাতিল হয়ে যাবে।

এ বিষয়ে অবশ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ইতিমধ্যেই তাদের গ্রাহকদের জানিয়েছেন যে, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) বিদ্যমান চেক বুক গুলি বাতিল হতে চলেছে। তবে এছাড়াও যে ব্যাঙ্কগুলি এই নয়া নিয়মের গেরোই  পড়ছে, সেগুলি হল ডেনা ব্যাংক, বিজয়া ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, অন্ধ্র ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এবং এলাহাবাদ ব্যাংক।

তবে চেক বুক ও পাস বুক বাতিল হতে চলা ওই সমস্ত গ্রাহকের এখন কি করা উচিত ? তা নীচে বিশদে জানিয়ে দেওয়া হল।

banks 1515063523

প্রথমত, আপনি যদি উপরিউক্ত ব্যাঙ্ক (BANK)  গুলির খাতাধারী হন তাহলে অবিলম্বে আপনার মোবাইল নম্বর, ঠিকানা, নোমিনি ইত্যাদি আপডেট করতে হবে। আপনার এই পুরোনো ব্যাঙ্ক গুলি এখন যে ব্যাঙ্কের সাথে কেন্দ্রীভূত হয়েছে, সেই ব্যাঙ্কের চেক বুক এবং পাস বুক সংগ্রহ করতে হবে।

এই নতুন পাস বুক এবং চেক বুক নেওয়ার পর আপনাকে অন্যান্য আর্থিক ডকুমেন্ট গুলি আপডেট করতে হবে।

উল্লেখ্য, ডেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক ১ এপ্রিল ২০১৯ এ ব্যাংক অফ বরোদার সাথে কেন্দ্রীভূত হয়েছে, যখন ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সমন্বয় গত বছরের (১ এপ্রিল ২০২০) কার্যকর হয়েছিল। এছাড়াও সিন্ডিকেট ব্যাংককে ক্যানারা ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে কেন্দ্রীভূত করা হয়েছে, এবং এলাহাবাদ ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের সাথে কেন্দ্রীভূত করা হয়েছে।


সম্পর্কিত খবর