স্বপ্নভঙ্গ বিস্ময় বালক প্রজ্ঞানানন্দনের! ফাইনালে হার স্বীকার করতে হল চীনা প্রতিদ্বন্দ্বীর কাছে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: খুব কাছে গিয়েও হলো না স্বপ্নপূরণ। মেল্টওয়্যার চ্যাম্পিয়ন্স চেজেবল ট্যুরের ফাইনাল পৌঁছেও হেরে গেল রমেশ প্রজ্ঞানানন্দা। এর আগে সেমিফাইনালে ডাচ প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল জয়ের আশা তৈরি করেছিলেন তরুণ গ্র্যান্ডমাস্টার। ভারতের ১৬ বছরের বিস্ময় কিশোর বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা চীনের ডিং লিরেনের কাছে হেরে যায়।

এই সময় তার পরীক্ষা চলছিল। সেমিফাইনাল জয়ের পরেও পরীক্ষার প্রস্তুতি নেওয়া আটকায়নি তামিলনাড়ুর তরুণের। একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়ে এসে পরেই বিশ্বের দুই নম্বর চিনা তারকার বিরুদ্ধে খেলতে বসেছিল। প্রথম সেটে পিছিয়ে পরার পরেও, দ্বিতীয় সেটে দুর্দান্ত কামব্যাক করেছিল তরুণ গ্র্যান্ডমাস্টার। তবে শেষ পর্যন্ত ২.৫-১.৫ ফলে চিনের দাবাড়ুর কাছে হার মানতে বাধ্য হন। পরপর দুটি সেট টাইব্রেকারে জিতে নিয়ে ফাইনালে জয়ী হন ডিং লিরেন।

এর আগে তিন মাসের ব্যবধানে দুবার বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারানোর মতো কীর্তি গড়েছিলেন তিনি। এর পর সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তাকে শুভেচ্ছার ভাসিয়ে দিয়েছেন। তাই তাকে নিয়ে প্রত্যাশাও তৈরি হয়েছিল সেরকমই উঁচু মানের।

ভারতের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের একাডেমি থেকে উঠে এসেছেন তামিলনাড়ুর এই ক্ষুদে দাবাড়ু।চার বছর আগেই গ্র্যান্ডমাস্টার হওয়ার সম্মান অর্জন করেছিলেন তিনি। তিনি বর্তমানে বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার।


Reetabrata Deb

সম্পর্কিত খবর