বাংলা হান্ট নিউজ ডেস্ক: নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা শনিবার স্পষ্ট করে দিয়েছেন যে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে শুধুমাত্র তখনই দলে ফেরানো হবে যখন তিনি ১০০ শতাংশ ফিট হয়ে উঠবেন। কিন্তু ভারতের তারকা অলরাউন্ডার কেন বরোদার হয়ে রঞ্জি ট্রফিতে অংশ নিচ্ছেন না সেই সম্পর্কে তিনি জানেন না বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের নির্বাচক প্রধান।
চলতি মরশুমে রঞ্জি ট্রফি অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে আগাগোড়া একটা সন্দেহের বাতাবরণ ছিল। কিন্তু সেই সমস্ত জল্পনা কাটিয়ে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে রঞ্জি ট্রফি। কিন্তু বরোদার তারকা খেলোয়াড় হার্দিক পান্ডিয়া ১৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সাদা বলের ক্রিকেটে তার ভারতের হয়ে দ্রুত প্রত্যাবর্তনের দিকে মনোনিবেশ করার জন্য।
পান্ডিয়া কেন রঞ্জি ট্রফি এড়িয়ে যাচ্ছেন জানতে চাইলে শর্মা বলেন, “কেউ খেলতে না চাইলে, নির্বাচক কমিটি রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করে না। এটা একান্তই সেই খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত।”
চেতন শর্মা আরও যোগ করেছেন “আপনি হার্দিককে জিজ্ঞাসা করছেন না কেন তিনি রঞ্জি ট্রফি খেলছেন না? আমরা যারা রঞ্জি ট্রফি খেলছেন এবং যারা পারফর্ম করছেন তাদের ওপর নজর রাখছি। আমরা রঞ্জি ট্রফি খেলে এবং পারফরম্যান্স করা খেলোয়াড়দের দেখতে পেরে খুশি।”