বাংলা হান্ট নিউজ ডেস্ক: আবারও একবার চেতন শর্মাকে বিসিসিআইয়ের পুরুষদের দলের জাতীয় সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আশ্চর্যজনক ব্যাপার হলো যে ২০২২ সালের নভেম্বর মাসে বরখাস্ত হয়েছিলেন তিনি। নির্বাচন কমিটিতে ফের একই পদে থাকা চেতন শর্মার নতুন প্যানেলের সহকর্মী হিসেবে থাকছেন শিব সুন্দর দাস, সলিল আঙ্কোলা, সুব্রত ব্যানার্জী এবং এস শরথ।
অশোক মালহোত্রা, সুলক্ষনা নায়েক এবং যতীন পরাঞ্জপেকে নিয়ে গঠিত বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটি “প্রায় ৬০০টি আবেদনপত্রের মধ্যে থেকে এই পদগুলির জন্য বিসিসিআইয়ের এই পাঁচজনকে বেছে নিয়েছেল। গত বছরের ১৮ই নভেম্বর ভারতীয় দলের আইসিসি টুর্নামেন্টগুলিতে ব্যর্থতার কারণে বিসিসিআই পূর্ববর্তী প্যানেলটি মেয়াদ শেষ করে দেয়। তারপর ওই একই দিনে বিসিসিআইয়ের ওয়েবসাইটে নতুন প্যানেলের সদস্য হওয়ার জন্য আবেদনের যোগ্যতা কি কি, সেইসব বিশদে উল্লেখ করে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল।
আগের প্যানেলটির মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন প্যানেল প্রস্তুত না থাকায় তারাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ, বাংলাদেশের মাটিতে আয়োজিত ওয়ান ডে ও টেস্ট সিরিজ এবং তারপর সদ্য চলতে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধে চলমান সীমিত ওভারের সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচন করেছিল। শুধু তাই নয়, জাতীয় স্কোয়াড বাছাই করার পাশাপাশি বছরের শেষ পর্যন্ত রঞ্জি ট্রফি ম্যাচগুলির ওপর নজর রাখার দায়িত্বও তাদের দেওয়া হয়েছিল।
বর্তমান প্যানেলটির কাছে সকলকে মিলিয়ে ৪৮ টি টেস্ট ম্যাচ এবং ৯৫ টি ওডিআইয়ের অভিজ্ঞতা রয়েছে। চেতন শর্মা এবং সুন্দর দাস, দুজনেই ২৩টি টেস্ট খেলেছেন। সল্লিল আঙ্কোলা এবং সুব্রত ব্যানার্জি একটি করে টেস্ট খেলেছেন। এর পাশাপাশি চেতন শর্মা ৬৫টি ওডিআই খেলেছেন। এস শরথ একজন ভারতীয় ঘরোয়া ক্রিকেটের প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন ক্রিকেটার, যিনি ১৩৯ টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছেন এবং ৫১.১৭ গড়ে ৮৭০০ রান করেছেন। কিন্তু তিনি কখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। তিনি আগে জুনিয়র পুরুষদের নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন, এবং গত বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলটির নির্বাচনের সাথে যুক্ত ছিলেন।
‘দলের মধ্যেই ব্যাপক টাকার লেনদেন…’, মদনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়