বাংলা হান্ট নিউজ ডেস্ক: দিল্লি টেস্টে (Delhi Test) অস্ট্রেলিয়া লড়াই করা সত্ত্বেও ম্যাচটি শেষ হয়ে গেছে মাত্র তিন দিনে। এর আগে নাগপুর টেস্টেও (Nagpur Test) ভারতের দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছিল মাত্র তিন দিনেই। ভারত ঘরের মাটিতে সিরিজ খোয়াচ্ছে না সেই ব্যাপারটি নিশ্চিত হয়ে গিয়েছে। ইন্দোর টেস্ট জিতলেই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) খেলা নিশ্চিত হয়ে যাবে।
দিল্লি টেস্টটি অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ ছিল ভারতের তারকা টেস্ট ক্রিকেটার চেতেশ্বর পূজারা। এটি ছিল তার কেরিয়ারের শততম টেস্ট। ভারতীয় ক্রিকেটে তিনি ১৩ তম ক্রিকেটার যিনি এই মাইলফলক ছুঁয়ে ফেলতে পেরেছেন। আশা করা যায় তিনি ভবিষ্যতে আরও বেশ কিছু ম্যাচ খেলবেন ভারতের হয়ে সাদা জার্সিতে।
ভারতের হয়ে ১০০ টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকা:
১. সচিন টেন্ডুলকার (২০০)
২. রাহুল দ্রাবিড় (১৬৩)
৩. ভিভিএস লক্ষ্মণ (১৩৪)
৪. অনিল কুম্বলে (১৩২)
৫. কপিল দেব (১৩১)
৬. সুনীল গাভাস্কার (১২৫)
৭. দিলীপ বেঙ্গসরকার (১১৬)
৮. সৌরভ গাঙ্গুলী (১১৩)
৯. বিরাট কোহলি (১০৬)
১০. ইশান্ত শর্মা (১০৫)
১১. হরভজন সিং (১০৩)
১২. বীরেন্দ্র সেওবাগ (১০৩)
১৩. চেতেশ্বর পূজারা (১০০)
এই টেস্ট শুরু হওয়ার আগেই তাকে বিশেষ সম্মান জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের তরফ থেকে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের হাত থেকে তাকে ১০০ তম টেস্ট ম্যাচের স্মারক স্বরূপ একটি বিশেষ টুপি উপহার দেওয়া হয়। তারপর গাভাস্কার তাকে অনুরোধ জানান প্রথম ভারতীয় ক্রিকেটের হিসেবে নিজের শততম টেস্টে শতরান করে দেখানোর। কিন্তু তেমনটা করতে পারেননি পূজারা। যদিও ভারতের দ্বিতীয় ইনিংসে ৩১ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। কিন্তু তিনি দ্বিতীয় ভারতীয় ক্রিকেটের হিসেবে নিজের শততম টেস্টে ০ রানে আউট হওয়ার লজ্জার রেকর্ডের সঙ্গে নিজের নামটা সামিল করে ফেলেছেন।
শততম টেস্টে ০ রান করা ব্যাটারদের তালিকা:
● দিলীপ ভেঙ্গসরকার
● অ্যালান বর্ডার
● কোর্টনি ওয়ালশ
● মার্ক টেইলর
● স্টিফেন ফ্লেমিং
● অ্যালেস্টার কুক
● ব্রেন্ডন ম্যাককুলাম