বাংলা হান্ট ডেস্কঃ ভারত (Indian Cricket Team) আর ইংল্যান্ডের (England Cricket Team) মধ্যে হওয়া তৃতীয় টেস্টে (Third Test) টিম ইন্ডিয়ার পরিস্থিতি যে ভালো না, সেটা বলার অপেক্ষা রাখে না। প্রথম ইনিংসে ভারতীয় দল ৭৮ রানেই শেষ হয়ে গিয়েছিল। পাল্টা ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪২৩ রান বানিয়েছে। তবে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতীয় ব্যাটিং প্রথম ইনিংসের থেকে অনেক ভালো প্রদর্শন করছে। সবার আশা কোনক্রমে ভারতীয় টিম এই ম্যাচ ড্র করুক।
৩৫৪ রান পিছিয়ে থাকা টিম ইন্ডিয়ার অবস্থা খুব একটা ভালো না হলেও রোহিত শর্মা আর চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) মিলে ব্রিটিশদের কড়া জবাব দিচ্ছে। কেএল রাহুল তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর পূজারা আর রোহিত শর্মা মিলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিল। তবে ৫৯ রানে রোহিত শর্মা আউট হয়ে যায়। বর্তমানে পূজারাই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে পূজারা পুরোপুরি ব্যর্থ হয়েছিল। মাত্র ১ রানও করে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছে। এরপর চারিদিকে তাঁকে নিয়ে চরম সমালোচনা হয়। এই নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan) পূজারার সম্বন্ধে বিতর্কিত বয়ানও দেন। ভন বলেছিলেন, চেতেশ্বর পূজারা বুদ্ধি হারিয়ে ফেলেছে।
ভন বলেছিলেন, ‘মনে হচ্ছে পূজারা নিজের বুদ্ধি হারিয়ে ফেলেছে আর টেকনিক ভুলে গিয়েছে। ও শুধু ক্রিজে দাঁড়িয়ে থাকার জন্যই খেলে। অ্যান্ডারসন ওঁকে চমকপ্রদ বল করে আউট করে দিয়েছে। বল খুব ভালো ভাবে সুইং করেছে আর পূজারার উপর চাপ ছিল।”
এবার তৃতীয় টেস্টের দ্বিতীয় পূজারা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করছে। ড্রিঙ্কস ব্রেক পর্যন্ত পূজারা ১৩টি বাউন্ডারি হাঁকিয়ে ১৪৫ বলে ৭৫ রান করে ক্রিজে রয়েছেন। পূজারার এই ইনিংস মাইকেল ভনের সেই বিতর্কিত বয়ানের জবাব হিসেবেই দেখছে বিশেষজ্ঞরা।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা