অধিনায়ক হিসেবে লর্ডসের মাটিতে শতরান করলেন চেতেশ্বর পূজারা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সদ্য সাসেক্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন চেতেশ্বর পুজারা। ভারতীয় দলের হয়ে এজবাস্টন টেস্ট খেলে সাসেক্সের শিবিরে যোগ দিয়েছেন তারকা ক্রিকেটার। এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে ভারতকে লড়াইয়ে রেখেছিলেন তিনি। এখন দীর্ঘদিন ধরে ভারতীয় দল টেস্ট ক্রিকেট খেলবে না। ফলে পূজা রাখে ও খুব দ্রুত ভারতীয় দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে না। এই সময়টা ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে কাটাবেন ভারতীয় টেস্ট দলের অন্যতম বড় তারকা।

সাসেক্সের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর প্রথম ম্যাচেই মিডলসেক্সের বিরুদ্ধে শতরান করলেন সদস্য চেতেশ্বর পূজারা। এজবাস্টন টেস্টে ফ্রম তিনি দেখেছিলেন তা কাউন্টি ক্রিকেটেও তুলে ধরছেন তিনি। এটি ছিল কাউন্টি ক্রিকেটে পূজারার পঞ্চম শতরান। ভারতীয় দল থেকে মাঝে অফ ফর্মের জন্য বাদ পড়েছিলেন তিনি। কাউন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট ম্যাচের দলে ফিরে এসেছিলেন পুজারা।

পুজারা একা নন, তার সতীর্থ টম এলসপ ব্যাট হাতে ১৩৫ রান করেছিলেন। পুজারা গতকাল দিনের শেষে ১১৫ রানে নটআউট ছিলেন। পুজারা এই ফর্ম ধরে রাখতে পারলে বিদেশের মাটিতে ভারতীয় দল কিছুটা ভরসা পাবে। যদিও পুজারা দেশের হয়ে দীর্ঘদিন কোনো শতরান করতে পারেননি। তিনি এখন আশা করবেন যে আবার যখন ভারতীয় দল টেস্ট ম্যাচ খেলবে তখন নিজের কাউন্টির ফর্মটা দেশের হয়েও দেখাতে পারবেন।

শ্রীলঙ্কা সিরিজে পুজারা এবং রাহানেকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল। তারপর কাউন্টি খেলতে এসে পুজারা ডারবিশায়ারে বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেন। এরপর আরও দুটি শতরান এবং একটি ডাবল সেঞ্চুরি করে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াডে জায়গা করে নেন এবং মাঠে নেমে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ভরসা দেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর