বাংলাহান্ট ডেস্কঃ কলকাতা পুরসভা এবং বেসরকারি সংস্থা লায়ন্স ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে অক্সিজেন (Oxygen) পার্লার উদ্বোধনের পর এবার নিজের ক্লাব থেকেই অক্সিজেন পরিষেবার সূচনা করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে এবং চেতলা অগ্রণী ক্লাবের (Chetla Agrani club) উদ্যোগেই বুধবার থেকে শুরু করা হল দুয়ারে অক্সিজেন পরিষেবা।
দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই অক্সিজেন সংকট বড় আকার ধারণ করেছিল। বিভিন্ন রাজ্যে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর হাহাকার পড়ে গিয়েছিল। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে, দিল্লীর মত করুণ পরিণতি না হলেও রাজ্যের এই পরিস্থিতিতে বাংলাতেও অক্সিজেনের সংকট দেখা দিতে পারে।
এবার রাজ্যবাসির সুবিধার্থে বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ শুরু করল দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী ক্লাব। বুধবার এই কাজের শুভ সূচনা করে ক্লাবের সভাপতি ফিরহাদ হাকিম জানালেন, ‘সংকটের এই সময় আপাতত ২০টি অক্সিজেন কনসেনট্রেটর জোগাড় করে নিয়েই পরিষেবা দেওয়ার কাজ শুরু করা হচ্ছে। তবে খুব শীঘ্রই এই সংখ্যা বাড়ানো হবে’।
তিনি আরও বলেন, ‘চেতলা অগ্রণী ক্লাবের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে এই পরিষেবা দিয়ে আসবেন। যদি কারো অক্সিজেনের প্রয়োজন হয়, তাহলে 9831104656 অথবা 7003868414 নম্বরে যোগাযোগ করবেন। অক্সিজেন কনসেনট্রেটর বিনামূল্যেই তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হবে’।
অক্সিজেন কনসেনট্রেটর হল এমন একটি যন্ত্র, যা পরিবেশ থেকে অক্সিজেন সংগ্রহ করে নলের মাধ্যমে রোগীর শরীরে প্রবেশ করে। ২৪ ঘণ্টা অক্সিজেন দিতে সক্ষম এই যন্ত্র। অক্সিজেন সিলিন্ডারের বিকল্প হিসাবে এই অক্সিজেন কনসেনট্রেটর খুবই কার্যকরী। টানা অপারেশনের সময় এই যন্ত্র ব্যবহার করা হয়।