আবেদনময়ী অবতারে সোশ‍্যাল মিডিয়া কাঁপাচ্ছেন চেতনা, ভাইরাল একের পর এক বোল্ড ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী চেতনা পাণ্ডে (chetna pandey) রীতিমতো ‘ইন্টারনেট সেনসেশন’ বনে গিয়েছেন। নিত‍্যনতুন বোল্ড ফটোশুট দিয়ে অনুরাগীদের মাথা ঘুরিয়ে দিচ্ছেন চেতনা। ট্রাডিশনাল বা স্বল্প পোশাকে ফটোশুট করে খুব দ্রুতই নজর কাড়ছেন তিনি।
এবার ফের নতুন ফটোশুট শেয়ার করে নেটদুনিয়ায় কার্যত আগুন লাগাচ্ছেন চেতনা। সোশ‍্যাল মিডিয়ায় তিনি ছবি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা মুখিয়ে থাকেন চেতনার নতুন ছবির জন‍্য।


সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতে দেখা যায় চেতনাকে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ‍্যা ইতিমধ‍্যেই ১০ লক্ষ হয়ে গিয়েছে। উত্তরোত্ত‍র জনপ্রিয়তা বেড়েই চলেছে এই অভিনেত্রীর।

https://www.instagram.com/p/CCS0hDpHB6t/?igshid=1c7mqjhqex3h4

https://www.instagram.com/p/CBuoTfTn7QD/?igshid=1ct7pciyizeh1

https://www.instagram.com/p/CBVBsOGHrEs/?igshid=begm1r2le3oc

বিকিনিতে প্রায়ই ফটোশুট করতে দেখা যায় চেতনাকে। স্বল্প পোশাক ক‍্যারি করতে তিনি খুব ভালই পারেন। সুইমিং পুলের জলে বিকিনিতে রীতিমতো উষ্ণতার পারদ চড়ান অভিনেত্রী।

https://www.instagram.com/p/CBBLxRTHsgC/?igshid=myxnt0w89im8

https://www.instagram.com/p/CAmxydFHZ1E/?igshid=s4x75ljfrlrr

https://www.instagram.com/p/B5xaAVTnRJ_/?igshid=10265up40j2dj

তবে শাড়িতেও ক‍্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে চেতনা পাণ্ডেকে। তাঁর ট্র‍্যাডিশনাল লুকও একই রকম ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/B52JUObnIbi/?igshid=dn926yfrr18g

https://www.instagram.com/p/B67Je5DnsQd/?igshid=13z3y56a32fsv

https://www.instagram.com/p/CCGkHH5nR7P/?igshid=uy1c8sx8hnq

প্রসঙ্গত, জনপ্রিয় রিয়েলিটি শো এস অফ স্পেসের মাধ‍্যমে পরিচিতি পান চেতনা পাণ্ডে। ইন্ডাস্ট্রিতে তিনি স্টাইল ডিভা বলেই পরিচিত। ২০১৩ তে পরিচালক অমিত কেশরিয়ার ছবি আই ওন্ট লভ ইউ এর হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। শেষবার তাঁকে জানে কিঁউ দে ইয়ারো ছবিতে দেখা গিয়েছিল।

https://www.instagram.com/p/CABDuK7nEbF/?igshid=nsjmcxo133co

https://www.instagram.com/p/B_pIEqmHFMP/?igshid=1skp6nf3mw27x

https://www.instagram.com/p/B9TncRCnQt4/?igshid=lv91kdey2v4k

এছাড়া বেশ কয়েকটি টিভি শো এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন চেতনা। তার মধ‍্যে উল্লেখযোগ‍্য ওয়েবড, পেয়ার তুনে কেয়া কিয়া ও ফনাহ। অমরিন্দর গিলের কি সমঝায়ে, কুওয়ার ভির্কের ডোন্ট মাইন্ড কুড়িয়ে সহ হিট কিছু মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।

সম্পর্কিত খবর

X