দেশের অজানা ইতিহাসে মন্ত্রমুগ্ধ দর্শক, সলমন-সানিকে দশ গোল দিয়ে “ইতিহাস” গড়ল ‘ছাভা’

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ইদানিং যখন বলিউডে ব্যবসা আবারও টালমাটাল পরিস্থিতিতে রয়েছে তখনই একটি ছবির ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। তা হল ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ (Chhaava)। মরাঠা বীর ছত্রপতি শম্ভাজি মহারাজের অজানা কাহিনি তুলে ধরেছে এই ছবি। পরাক্রম এবং শিহরণ জাগানো যুদ্ধের দৃশ্য ছবিটিকে আরো চর্চায় এনে দিয়েছে। আর এবার নতুন রেকর্ড গড়ল ছাভা।

বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল ছাভা (Chhaava)

একাধিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টক্কর দিয়ে এখনও বক্স অফিসে জায়গা ধরে রেখেছে ছাভা (Chhaava)। গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল ছবিটি। প্রায় দু মাস পেরিয়ে ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। প্রথম নন সিক্যুয়েল হিন্দি ছবি হিসেবে মাইলফলক সৃষ্টি করেছে ছাভাn(Chhaava)।

Chhaava sets new record with 600 crore

এই কারণেই আলাদা ছবিটি: গত ১৪ ই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছাভা (Chhaava)। আর মুক্তির দশম সপ্তাহে ৬০০ কোটি টাকার গণ্ডি ছুঁয়ে ইতিহাস গড়ল ছবিটি। এর আগে অবশ্য পুষ্পা ২ এবং স্ত্রী ২ ও ৬০০ কোটি টাকার ব্যবসা করে বক্স অফিসে সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। তবে ছাভার (Chhaava) ক্ষেত্রে বিষয়টি অন্য রকম। কারণ এটি প্রথম কোনো নন সিক্যুয়েল ছবি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে।

 আরো পড়ুন : বিষ্ণোইয়ের আতঙ্ক! সলমনের পর এবার হুমকির মুখে এই অভিনেতা, চিন্তায় গোটা পরিবার

কৃতজ্ঞতআ জানান রশ্মিকা: হিন্দির পাশাপাশি তেলুগুতেও একই রকম ভাবে দর্শক টেনেছে ছাভা। ভারতীয় বক্স অফিসের পাশাপাশি দেশের বাইরেও মন্দ ব্যবসা করেনি ছবিটি। ভারতের পরাক্রমের অজানা ইতিহাসকে বিশ্বের সামনে তুলে ধরে প্রশংসা কুড়িয়েছে ছাভা (Chhaava)। আর এবার ৬০০ কোটি ছুঁতেই দর্শকদের উদ্দেশে ধন্যবাদ জানিয়েছেন ভিকির বাবা শ্যাম কৌশল এবং রশ্মিকা মন্দানা।

আরো পড়ুন : মোদীর গুরুত্বপূর্ণ বৈঠকের দিনেই চিনের প্রতি বন্ধুত্বের বার্তা ইউনূসের! চাপ বাড়বে ভারতের?

মরাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবনী উঠে এসেছে ছাভা ছবিতে। ভিকির বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন রশ্মিকা। পাশাপাশি অক্ষয় খান্নার অভিনয়ও প্রশংসিত হয়েছে দর্শক মহলে। সম্প্রতি গত ১১ ই এপ্রিল থেকে অনলাইন স্ট্রিমিং শুরু হয়েছে ছাভার। নেটফ্লিক্সে হিন্দি ভাষায় ইংরেজি সাবটাইটেলের সঙ্গে দেখা যাচ্ছে ছবিটি। তবে তামিল এবং তেলুগু ভার্সন কবে মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X