বাংলা হান্ট ডেস্কঃ ছত্তিসগড়ের (Chhattisgarh) বিলাসপুরে গর্ভবতী মহিলাদের (Pregnant Women) জন্য বিশেষ কোয়ারেন্টিন সেন্টার বানানো হয়েছে। এক আধিকারিক জানান, বিলাসপুর থেকে প্রায় ১২০ কিমি দূরে কেসলা গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে বানানো হয়েছে এই কোয়ারেন্টিন সেন্টার। আপাতত ওই সেন্টারে আটজন গর্ভবতী মহিলা আছেন। তাঁরা সবাই পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্য থেকে তাঁরা এরাজ্যে ফিরেছেন।
উনি বলেন, মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের নির্দেশে গর্ভবতী মহিলা, বাচ্চা আর বরিষ্ঠ নাগরিকদের জন্য কোয়ারেন্টিন সেন্টারে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। গর্ভবতী মহিলাদের জন্য পৃথক কেন্দ্র বিলাসপুর জেলার কেসলা গ্রামে বানানো হয়েছে।
আধিকারিক জানান, পুষ্টিকর খাদ্য, স্ক্রিনিং এর সুবিধা আর সুরক্ষা পাকা বন্দোবস্ত করা হয়েছে সেখানে। দিনে তিনবার কোয়ারেন্টিন সেন্টারে সাফ সাফাই করা হয়। সেখানে ২৪ ঘণ্টা চিকিৎসাকর্মী নিযুক্ত থাকে।
ছত্তিসগড়ে শনিবার পর্যন্ত ১৯ হাজার ৭৩২ টি কোয়ারেন্টিন সেন্টারে ২ লক্ষ ৩১ হাজার ৫৩৬ জনকে রাখা হয়েছিল। তাদের মধ্যে বেশীরভাগই পরিযায়ী শ্রমিক। এছাড়াও ৫২ হাজার ৯৯৭ জনকে সুরক্ষার কারণে আলাদা রাখা হয়েছে। ছত্তিসগড়ে এখনো পর্যন্ত ৯৯৭ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে ৭৩৪ জনের চিকিৎসা চলছে। ২৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।