৪ টাকা প্রতি লিটার, গোবরের পর এবার গোমূত্রও কিনতে চলেছে ছত্তিসগড়ের কংগ্রেস সরকার

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিককালে ভারতীয় রাজনীতির সাথে গোমূত্র প্রাসঙ্গিক ভাবে যুক্ত হয়ে গেছে। এর আগে বহু বিজেপি নেতা গোমূত্রের উপকার বর্ণনা করতে গিয়ে সৃষ্টি করেছেন বিতর্ক। তা নিয়ে কম জল ঘোলাও হয়নি। এবার সেই সব বিতর্ককে পাত্তা না দিয়ে গোমূত্র কিনতে চলেছে ছত্রিশগড় সরকার। ছত্রিশগড় রাজ্যে আগামী ২৮ শে জুলাই অনুষ্ঠিত হবে হারেলি উৎসব। সেই উৎসবের কথা মাথায় রেখেই চার টাকা প্রতি লিটার দরে গোমূত্র কিনতে চলেছে রাজ্য সরকার।

সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে, প্রথমভাগে দুটি প্রানীসম্পদ আশ্রয়কেন্দ্র থেকে গোমূত্র ক্রয় করা হবে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, গোমূত্রের হার নির্ধারণ করবে গৌথান ন্যায় যোজনা কমিটি। তবে আপাতত রাজ্যের কৃষি বিভাগ থেকে সর্বনিম্ন চার টাকা প্রতি লিটার গোমূত্রের দাম নির্ধারণ করা হয়েছে। গৌথান ন্যায় কমিশনের পরিচালক আইয়াজ তাম্বোলি উৎসব শুরুর আগে জেলা কালেক্টরদের নির্দেশ দিয়েছেন কৃষি ও পরিবেশ দপ্তরের সাথে বৈঠকে বসার জন্য। সূত্রের খবর গোমূত্র সংগ্রহের জন্য কাজে লাগানো হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।

২০২০ সালে ছত্রিশগড়ে গোধন ন্যায় প্রকল্প চালু করে ৫ হাজারের বেশি গৌথান বা গোশালা তৈরি করার সিদ্ধান্তের কথা জানান ছত্তিশগড়ের মুখমন্ত্রী। সরকারি তরফে জানানো হয় কৃষি কাজের সাথে যুক্ত হারেলি উৎসবকে মাথায় রেখে এই প্রকল্প চালু করা হয়েছে। উল্লেখ্য, ছত্রিশগড় সরকার গত দু বছরে ১৫০ কোটি টাকার গোবরও সংগ্রহ করেছে।

প্রসঙ্গত, ছত্রিশগড়ের অন্যতম প্রাচীনতম উৎসব হারেলি। প্রতিবছর শ্রাবণ মাসে প্রথম অমাবস্যার দিন থেকে এই উৎসবে শুভারম্ভ হয়। উল্লেখ্য, এর অনেক আগে থেকেই ছত্তিসগড় সরকার গরুর গোবর কেনে। আর যার জন্য ভালো টাকাও দেয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর