বাংলাহান্ট ডেস্ক : চলতি এপ্রিল মাসেই ছত্তিশগড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরের আগে পরপর বড় সাফল্য পেল কেন্দ্রীয় সরকার। ছত্তিশগড়ে মাওবাদী (Chhattisgarh Maoist) বিরোধী অভিযানে বিপুল সাফল্য পেয়েছে রাজ্য সরকার। একাধিক মাওবাদী নিকেশ হয়েছে, আত্মসমর্পণও করেছেন অনেকে। সবদিক থেকে কোণঠাসা হয়ে অবশেষে মাথানত করতে রাজি হল মাওবাদীরা (Chhattisgarh Maoist)। বিবৃতি জারি করে তারা জানিয়েছেন, অভিযান বন্ধ করলে তারা যুদ্ধবিরতিতে রাজি। এমনকি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতেও রাজি হয়েছে মাওবাদীরা।
কেন্দ্রকে শান্তি প্রস্তাবের বার্তা ছত্তিশগড়ের মাওবাদীদের (Chhattisgarh Maoist)
মাওবাদীদের সেন্ট্রাল কমিটির তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে। মাওবাদী (Chhattisgarh Maoist) মুখপাত্র প্রকাশ করেছেন ওই বিবৃতি। সেখানে তেলুগু ভাষায় লেখা, গত ২৪ শে মার্চ হায়দ্রাবাদে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল তাঁদের। সেখানে সেখানে কমিটির অধিকাংশ সদস্যই কোনো শর্ত ছাড়া সরকারের সঙ্গে শান্তি আলোচনা এবং যুদ্ধ বিরতির পক্ষে মত দিয়েছেন। সেই সঙ্গে এও বলা হয়েছে, এর আগে ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা শান্তি আলোচনার প্রস্তাব রেখেছিলেন। তখন দণ্ডকারণ্য বিশেষ জোনাল কমিটির তরফে শর্ত দেওয়া হয়েছিল, নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে থাকা নিয়ে কোনো আপত্তি নেই তাদের। কিন্তু অভিযান যেন না চালানো হয়।
লাগাতার অভিযানে ছত্রভঙ্গ মাওবাদীরা: সেই প্রস্তাব অবশ্য সরকার মানেনি। বিগত ১৫ মাসে সরকারের লাগাতার অভিযানে প্রায় ৪০০ র-ও বেশি মাওবাদী (Chhattisgarh Maoist) নেতা, পিএলজি যোদ্ধা, কমান্ডাররা নিহত হয়েছে বলে জানানো হয়েছে। বহু মাওবাদী গ্রেফতারও হয়েছে। বিপাকে পড়ে ফের বার্তা দিয়ে শান্তী আলোচনার প্রস্তাব রেখেছে মাওবাদীরা (Chhattisgarh Maoist)। বার্তায় তারা জানিয়েছে, মানুষের স্বার্থে সরকারের সঙ্গে এই শান্তি আলোচনা করতে চান তারা। তবে ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় অভিযান বন্ধ করার দাবি জানিয়েছে তারা।
আরো পড়ুন : নিষেধাজ্ঞা শিথিল হতেই বলিউডে কামব্যাক ফাওয়াদ খানের, পাক শিল্পীর বিরুদ্ধে ক্ষোভের আগুন মহারাষ্ট্রে
কী দাবি জানানো হয়েছে: পাশাপাশি তারা আরো জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর জন্য যে নতুন ক্যাম্প তৈরি করা হচ্ছে তা যেন বন্ধ করা হয়। সরকার তাদের প্রস্তাবে রাজি হলেই যুদ্ধবিরতিতে রাজি মাওবাদীরা (Chhattisgarh Maoist)। উল্লেখ্য, ২০২১ সালেও এমন শান্তি আলোচনার প্রস্তাব রাখা হয়েছিল মাওবাদীদের (Chhattisgarh Maoist) তরফে। কিন্তু সেই প্রস্তাবের কিছু শর্তে রাজি হয়নি সরকার। তবে এবারে সরকারের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার।
আরো পড়ুন : সৌন্দর্যে টেক্কা দেবেন বোনকে, চূড়ান্ত সফল হয়েও থাকেন আড়ালে, মাধুরীর দিদিকে চেনেন?
প্রসঙ্গত, গত বছর বস্তারে ২৮৭ জন মাওবাদী নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। হাজারেরও বেশি মাওবাদী গ্রেফতার হয়েছে। পাশাপাশি প্রায় ৮৩৭ জন আত্মসমর্পণ করেছে। ২০২৫ এ তিন মাসে এখনো পর্যন্ত ১৩০ জন মাওবাদী নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর অভিযানে। এর মধ্যে শুধুমাত্র বস্তারেই সংখ্যাটা ১১০। ছত্তিশগড়ে বিজেপি শাসন শুরু হওয়ার পরেই মাওবাদী অধ্যুষিত জেলার সংখ্যা ১২ থেকে অর্ধেকে নেমে গিয়েছে।