বলিউডে গিয়ে গ্যাংস্টারের নিশানায় প্রসেনজিৎ! জল গড়াল আদালত পর্যন্ত

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে দীর্ঘদিন প্রাণপাত করার পরে সম্প্রতি মোড় নিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) কেরিয়ার। ৬০ বছর হতেই নয়া উদ্যোগে ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তিনি। পরপর দুটি সিরিজে কাজ করে ফেলেছেন প্রসেনজিৎ। কিন্তু বিতর্ক বলিউডেও ধাওয়া করেছে তাঁর পেছন পেছন। বুম্বা দা অভিনীত ‘স্কুপ’ সিরিজটির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল ছোটা রাজন (Chhota Rajan)।

মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টারের দাবি, এই সিরিজের জেরে তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ক্ষতিপূরণ এবং সিরিজ সম্প্রচারে স্থগিতাদেশের দাবি জানিয়ে সম্প্রতি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ছোটা রাজন। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। সিরিজ সম্প্রচারে স্থগিতাদেশের রায় দেননি বিচারপতি।

prosenjit rajan

সাংবাদিক জিগনা ভোরার ‘বিহাইন্ড বারস ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ অবলম্বনে সাংবাদিক জ্যোতির্ময় দে এর খুনের ঘটনা তুলে ধরা হয়েছে স্কুপ সিরিজে। জিগনার বিরুদ্ধে অভিযোগ ছিল সাংবাদিক জ্যোতির্ময় দে কে হত্যা করার। এখানে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। গ্যাংস্টারের আপত্তি, সিরিজে সব চরিত্রের কাল্পনিক নাম ব্যবহৃত হলেও তাঁর আসল নাম এবং ছবি ফাঁস করে দেওয়া হয়েছে, তাও তাঁর অনুমতি ছাড়া।

এরপরেই মানহানির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় ছোটা রাজন। সিরিজের ট্রেলারটি সরানোর আবেদন জানিয়েছিল সে, যেহেতু সেখানেই তার ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। কিন্তু বম্বে হাইকোর্টের তরফে রায় দেওয়া হয়, যেহেতু সিরিজের ছয়টি পর্ব ইতিমধ্যেই সম্প্রচারিত হয়ে গিয়েছে তাই এখন আর সিরিজের সম্প্রচার বন্ধ করা সম্ভব নয়। তবে স্কুপ এর পরিচালক হনসল মেহতা এবং সম্প্রচার মাধ্যম নেটফ্লিক্সকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৭ জুনের মধ্যে হলফনামা জমা করতে।

প্রসঙ্গত, ছোটা রাজন যার আসল নাম রাজেন্দ্র সদাশিব নিকলজে এই মুহূর্তে বন্দি রয়েছে তিহার জেলে। সেখানে টেলিভিশন না থাকলেও তার স্ত্রী ট্রেলার এবং হনসল মেহতার সাক্ষাৎকার দেখে তাকে জানানোর পরেই আইনি পদক্ষেপ নেয় ছোটা রাজন।


Niranjana Nag

সম্পর্কিত খবর