বাংলা হান্ট ডেস্কঃ যদি আপনি চিকেন (Chicken) প্রেমী হন, তাহলে এই খবর আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। দেশের চারটি রাজ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার (avian influenza) কারণে হাজার হাজার পাখি মারা গিয়েছে। রাজস্থান, মধ্যরপ্রদেশ, কেরল আর হিমাচল প্রদেশের সরকার নিজের রাজ্যে বার্ড ফ্লু (Bird flu) নিয়ে অ্যালার্ট জারি করেছে। বার্ড ফ্লু H5N1 ইনফ্লুয়েঞ্জা পাখীদের মধ্যে পাওয়া একটি অত্যন্ত সংক্রামক আর গম্ভীর শ্বাস প্রশ্বাসের রোগ, যেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে আরও ঘাতক হতে পারে।
কেরলে নতুন করে পশুপাখির মধ্যে এই রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে একাধিক এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে কন্ট্রোলরুমও। নতুন করে হাঁসের শরীরে এই রোগ ছড়িয়ে পড়ায় সতর্কতা জারি করা হয়েছে আলাপুঝা ও কোট্টায়ম জেলায়। আলাপুঝা ও কোট্টায়ম মিলিয়ে প্রায় ১২,০০০ টি হাঁস মারা গিয়েছে। তার মধ্যে কোট্টায়ম জেলার ছোট্ট শহর নিন্দুরের একটি হাঁসের খামারে প্রায় ১৫০০ টি হাঁস মারা গিয়েছে। আর আলাপুঝার কুট্টান্ড প্রদেশের একাধিক খামারের হাঁস মারা গিয়েছে।
শুধুমাত্র হাঁস বা মুরগি নয়, এই রোগের লক্ষণ দেখা গিয়েছে কাকের মধ্যেও। রাজস্থানে ২৫২ টি কাক, ঝালওয়ার জেলাতেই ১০০ টি, বারণে ৭২ টি, কোটায় ৪৭ টি, পালিতে ১৯ টি, যোধপুরে ৭টি, জয়পুরে ৭টি এবং মধ্যপ্রদেশেও ৫০টি কাকের মৃত্যু হয়েছে। মৃত কাকের দেহের নমুনা পরীক্ষা করে স্থানীয় প্রশাসন বার্ড ফ্লু রোগের উপস্থিতি নিশ্চিত করেছে।
হিমাচল প্রদেশের অবস্থা ভয়াবহ। সেখানে ২ হাজার ৪০০ টির বেশি প্রবাসী জলপক্ষি মারা গিয়েছে। বিশেষ রুপে মৃত পাখীদের মধ্যে প্রায় অর্ধেক বিরল প্রজাতির হাঁস ছিল। হিমাচল প্রদেশের আধিকারিকরা জানিয়েছেন যে, বার্ড ফ্লুয়ের কারণেই পাখিরা মারা গিয়েছে।
এই সংক্রমণ শুধু হাঁস অথবা পাখীর মধ্যেই সীমিত নেই। ধীরে ধীরে মুরগীর মধ্যে ছড়িয়ে পড়ছে। আর এই নিয়ে চরম চিন্তায় আছে বিশেষজ্ঞরা। এই সংক্রমণ মুরগী অথবা কোনও পাখীর থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে করোনার মতো আরও একটি ভয়ঙ্কর মহামারীর সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।