বাংলা হান্ট ডেস্ক: জুলাই মাসের শেষেই চিকেনপ্রেমীদের জন্য এল দারুন স্বস্তির খবর। এক ধাক্কায় রেকর্ড পতন হল চিকেনের দামে (Chicken-Price)। রবিবার ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন চিকেনের দাম (Chicken-Price) ঘোষণা করতেই শহরজুড়ে ছড়িয়ে পড়ে খুশির হাওয়া। উল্লেখ্য জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহেও প্রতি কেজি ড্রেসড চিকেন বিক্রি হয়েছে ৩০০ টাকা দরে। আর প্রতি কেজি হোল চিকেনের দাম ছিল ১৮০ টাকা।
চিকেনের দাম (Chicken-Price):
আর এবার রেকর্ড হারে কমল মুরগির মাংসের দাম। যার ফলে রবিবারই এই ড্রেসড চিকেনেরই দাম কমে গিয়ে দাঁড়িয়েছে ১৮০–১৯০ টাকা প্রতি কেজি। আর হোল চিকেনের দাম হয়েছে ১১০–১২০ টাকা প্রতি কেজি।
একদিকে যখন এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ঊর্ধ্বমুখী আলু, মাছ, ফল, শাক–সবজির দাম। ঠিক তখনই শহরবাসীর মুখে হাসি ফোটাল মুরগির মাংসের দাম। এই মুহূর্তে রাজ্যে পোল্ট্রি মুরগির দাম এক লাফে কমেছে প্রায় ১০০ টাকা। খাস কলকাতার বাজারে মুরগির মাংসের দাম একলাফে ১০০ থেকে ১২০ টাকা কমে গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।
জিনিসপত্রের দাম কমাতে ইতিমধ্যেই বাজারে নামানো হয়েছে টাস্ক ফোর্স। সেখানে এই ভাবে এক ধাক্কায় মুরগির মাংসের দাম কমে যাওয়ায় বেজায় খুশী রাজ্যের সমস্ত চিকেনপ্রেমীরা। তবে আচমকা এইভাবে মুরগির মাংসের দাম কমে যাওয়ার পিছনে কিন্তু বেশ কয়েকটি কারণ-ও রয়েছে।
আরও পড়ুন: কিস্তিতে মেটানো হবে বকেয়া DA, অবশেষে সরকারি কর্মীদের সুখবর দিল রাজ্য সরকার
আসলে বেশ কিছুদিন ধরেই বঙ্গবাসীর মধ্যে বার্ড ফ্লু নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছিল । এমনকী কিছুদিন আগে পার্ক সার্কাস নার্সিংহোমে মুরগির মাংস খেয়ে ৬ জন অসুস্থ হয়েছিল বলেও শোনা গিয়েছিল। তখন থেকেই ছড়িয়ে পড়ে নানান গুজব।এই আতঙ্কের কারণেই সম্ভবত রাজ্যে হঠাৎ করেই দাম কমে গিয়েছে পোল্ট্রি মুরগির।
তবে একধাক্কায় এতটা দাম কমে যাওয়ায় এয়ার মুরগির মাংস দেদার বিক্রি হবে বলে মনে করা হচ্ছে। তাছাড়া মুরগির মাংসের দাম কমে যাওয়ায় পোলট্রি ডিমের দামও কমে যেতে পারে বলে মনে করছেন অনেকে। প্রসঙ্গত সম্প্রতি মুরগি সরবরাহকারী ডিলাররা ধর্মঘট ডাকার পর দাম বাড়বে বলেই আশঙ্কা করেছিলেন অনেকে। কিন্তু দেখা গেল উলটে দাম কমে গেল মুরগির মাংসের।