দ্রুত সুস্থ হয়ে উঠছে ছেলে, চিকুকে জড়িয়ে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিলেন মিমি

বাংলাহান্ট ডেস্ক: ক‍্যানসার (cancer) আক্রান্ত বড় ছেলের জন‍্য ঘুম উড়েছিল তৃণমূলের অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর (mimi chakraborty)। আদরের পোষ‍্য চিকুর (chickoo) দ্রুত চিকিৎসার জন‍্য অনুরাগীদের কাছে সাহায‍্য প্রার্থনা করেছিলেন তিনি। চেন্নাইয়ে ভাল পশু চিকিৎসকের খোঁজ করেছিলেন। খোঁজ পেয়েও গিয়েছিলেন। আর সময় নষ্ট না করেই পাড়ি দিয়েছিলেন চেন্নাই।

বেশ কিছুদিন চিকিৎসার পর ভাল সাড়া দিচ্ছে চিকু। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে মিমির বড় ছেলে। তাই এবার চিকুকে সঙ্গে নিয়েই অনুরাগীদের সামনে এলেন অভিনেত্রী। আদরের পোষ‍্যকে আদরে আদরে ভরিয়ে দিলেন তিনি। ভিডিওর ক‍্যাপশনে মিমি লিখেছেন, ‘চিকু বলছে, সবাইকে প্রার্থনা করার জন‍্য ধন‍্যবাদ। আমি দ্রুত সুস্থ হয়ে উঠছি।’

mimi chakraborty 1585302951
কমেন্টে উপচে পড়েছে শুমকামনা ও ভালবাসা। কমেন্ট করেছেন ঊষসী রায়, অনিন্দ‍্য চ‍্যাটার্জি, অঙ্কুশ, ঐন্দ্রিলা। সকলেই ভালবাসা পাঠিয়েছেন চিকুর জন‍্য। সবাইকেই ধন‍্যবাদ জানিয়েছেন মিমি। মিষ্টি ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

গত মাসেই চিকুর ছবি শেয়ার করে মিমি জানান, চিকুর শরীরে ক্রমশ ছড়িয়ে পড়ছে ক‍্যানসার। চিকিৎসকরা অস্ত্রোপচারের আশাও ছেড়ে দিয়েছেন। তাই তিনি চেন্নাইয়ে নিয়ে যেতে চান চিকুকে। অনুরাগীদের কাছে তিনি জানতে চান কোনো চেনা জানা পশু চিকিৎসকের কথা।

https://www.instagram.com/p/CMwHxQ_AtlY/?igshid=1f3f94ps5rbhf

মিমির পোস্টে উপচে পড়ে কমেন্ট। অনুরাগীরা থেকে মিমির সতীর্থরা সকলেই সুস্থতা কামনা করেন চিকুর। সেই সঙ্গে মিমিকে শক্ত থাকার কথা বলেন সকলে‌। অভিনেত্রী নিজেও বলেন তিনি মানসিক ভাবে বিধ্বস্ত কিন্তু তাঁকে এই লড়াইটা লড়তেই হবে।

চিকুর জন‍্য চেন্নাইয়ে পশু চিকিৎসকের খোঁজ দেওয়ার পাশাপাশি তার দ্রুত আরোগ‍্যও কামনা করেন মিমির অনুরাগীরা। চিকুর সুস্থতা কামনা করে কমেন্ট করেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেনরা।

মিমির বড় ছেলের জন‍্য প্রার্থনা করে পোস্ট করেন অভিনেত্রীর প্রাক্তন রাজ চক্রবর্তীও। চিকুর সঙ্গে মিমির একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি চিকু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।’

Niranjana Nag

সম্পর্কিত খবর